CPL: শেমার ব্রুকসের শতরানে উড়ে গেলেন সাকিবরা, ফাইনালে জামাইকা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 30, 2022 | 9:00 AM

শেমার ব্রুকসের তান্ডবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গেল জামাইকা তালাওয়াহস। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৩৭ রানে হারিয়েছে জামাইকা। শেমারের ৫২ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ভর করেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জামাইকা।

1 / 5
শেমার ব্রুকসের (Shamarh Brooks) তান্ডবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গেল জামাইকা তালাওয়াহস। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৩৭ রানে হারিয়েছে জামাইকা। শেমারের ৫২ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ভর করেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জামাইকা।

শেমার ব্রুকসের (Shamarh Brooks) তান্ডবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছে গেল জামাইকা তালাওয়াহস। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৩৭ রানে হারিয়েছে জামাইকা। শেমারের ৫২ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ভর করেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে জামাইকা।

2 / 5
৫২ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস গড়ার পথে শেমারের ব্যাট থেকে এসেছে মোট ৭টি চার ও ৮টি ছয়। বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে সিপিএল ফাইনালে খেলবে জামাইকা তালাওয়াহস।

৫২ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস গড়ার পথে শেমারের ব্যাট থেকে এসেছে মোট ৭টি চার ও ৮টি ছয়। বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে সিপিএল ফাইনালে খেলবে জামাইকা তালাওয়াহস।

3 / 5
ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার শেমার ব্রুকস টি-২০ ক্রিকেটে এই প্রথম সেঞ্চুরি করলেন

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার শেমার ব্রুকস টি-২০ ক্রিকেটে এই প্রথম সেঞ্চুরি করলেন

4 / 5
গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন শেমার ব্রুকস।

গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন শেমার ব্রুকস।

5 / 5
দেশের হয়ে ২০১৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় শেমারের। এখনও অবধি ক্যারিবিয়ান জার্সিতে ১১টি টেস্ট, ২১টি ওয়ান ডে এবং ১১টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। এই তিন ফর্ম্যাটে শেমারের সংগ্রহ যথাক্রমে ৫০১ রান, ৬৯৪ রান এবং ২১৪ রান।

দেশের হয়ে ২০১৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় শেমারের। এখনও অবধি ক্যারিবিয়ান জার্সিতে ১১টি টেস্ট, ২১টি ওয়ান ডে এবং ১১টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। এই তিন ফর্ম্যাটে শেমারের সংগ্রহ যথাক্রমে ৫০১ রান, ৬৯৪ রান এবং ২১৪ রান।

Next Photo Gallery