Bangla NewsPhoto gallery James Anderson, The Oldest No.1 Test Bowler since Clarrie Grimmett in 1936
James Anderson: টেস্টে এক নম্বর বোলার, জিমির আগে এত বেশি বয়সে কে ছিলেন?
87 Years Old Record: টেস্ট ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় এখন শীর্ষে রয়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্য়ান্ডের এই পেসারের বয়স ৪০ বছর ৬ মাস। বয়স শুধুই যে সংখ্য়া মাত্র বারবার প্রমাণ করেছেন ক্রীড়াবিদরা। এ বার এই তালিকায় জেমস অ্যান্ডারসনও। তবে এক নম্বর টেস্ট বোলার হিসেবে তিনিই প্রবীণতম নন। জেমস অ্যান্ডারসনের চেয়েও অনেক বেশি বয়সে টেস্টে এক নম্বর বোলার হওয়ার রেকর্ড রয়েছে অনেকের দখলে।