
টেস্ট ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় এখন শীর্ষে রয়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্য়ান্ডের এই পেসারের বয়স ৪০ বছর ৬ মাস। (ছবি: টুইটার)

বয়স শুধুই যে সংখ্য়া মাত্র বারবার প্রমাণ করেছেন ক্রীড়াবিদরা। এ বার এই তালিকায় জেমস অ্যান্ডারসনও। তবে এক নম্বর টেস্ট বোলার হিসেবে তিনিই প্রবীণতম নন। (ছবি: টুইটার)

জেমস অ্যান্ডারসনের চেয়েও অনেক বেশি বয়সে টেস্টে এক নম্বর বোলার হওয়ার রেকর্ড রয়েছে অনেকের দখলে। তবে ৮৭ বছর আগে ক্ল্যারি গ্রিমেটের পর ফের এত বেশি বয়সে টেস্টে এক নম্বর বোলারের নজির গড়েছেন জিমি। (ছবি: টুইটার)

প্রবীণতম বোলার হিসেবে টেস্টে এক নম্বরের নজির বার্ট আয়রনমঙ্গারের দখলে। ৫০ বছর ১০ মাস বয়সে টেস্টে এক নম্বর হয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার। সালটা ১৯৩৩। (ছবি: টুইটার)

তাঁর তিন বছর পর ক্ল্য়ারি গ্রিমেট ৪৪ বছর ২ মাস বয়সে এক নম্বর টেস্ট বোলার হন। অস্ট্রেলিয়ার লেগ স্পিনারের পর এ বার জিমি অ্যান্ডারসন ৪৪ বছর ৯ মাস বয়সে টেস্টে এক নম্বর বোলার হয়েছেন। (ছবি: টুইটার)

সবচেয়ে বেশি বয়সে টেস্টে এক নম্বর হওয়ার কীর্তি গড়েছিলেন ইংল্য়ান্ডের লেগস্পিনার টিচ ফ্রিম্য়ানও। তিনি ১৯২৯ সালে ৪১ বছর ২ মাস বয়সে এক নম্বর হয়েছিলেন। (ছবি: টুইটার)

এই তালিকায় রয়েছেন আরও একজন। সিডনি বার্নস। ১৯১৪ সালে ৪০ বছর ২ মাস বয়সে এক নম্বর টেস্ট বোলার হয়েছিলেন ইংল্য়ান্ডের মিডিয়াম পেসার। (ছবি: টুইটার)