Jammu And Kashmir: ৭০ বছর পর বেনজির ঘটনা কাশ্মীরে! খোলা থাকবে তুষারে ঢাকা এই ৩ হটস্পট

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 21, 2022 | 9:55 AM

Winter Destinations 2022: শীতের সময় পর্যটনের হটস্পট হয়ে উঠতে পারে এমন জায়গাগুলি, যেখানে বরফাবৃত, সেই সব এলাকায় হেলিকপ্টার পরিষেবা দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

1 / 10
জম্মু ও কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য স্বর্গের থেকে কোনও অংশে কম নয়। গ্রীষ্ম, শরত ও শীতে নানা রূপে পাওয়া যায় ভূস্বর্দকে। শীতের দিনেও সমান আকর্ষণ কাশ্মীর উপত্যকা।

জম্মু ও কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য স্বর্গের থেকে কোনও অংশে কম নয়। গ্রীষ্ম, শরত ও শীতে নানা রূপে পাওয়া যায় ভূস্বর্দকে। শীতের দিনেও সমান আকর্ষণ কাশ্মীর উপত্যকা।

2 / 10
তুষারে আবৃত পাহাড়ের গা বেয়ে স্কিইং থেকে শুরু করে ডাললেকের স্বচ্ছ জলে শিকারা অভিযান উপভোগ করা পর্যন্ত, পুরোটাই রোমাঞ্চে ভরপুর। কাশ্মীরের বেশ কিছু গন্তব্য রয়েছে, যেখানে প্রকৃতির গুপ্তধন লুকিয়ে রয়েছে, যা আজও জনসাধারণের দৃষ্টি অগোচরে।

তুষারে আবৃত পাহাড়ের গা বেয়ে স্কিইং থেকে শুরু করে ডাললেকের স্বচ্ছ জলে শিকারা অভিযান উপভোগ করা পর্যন্ত, পুরোটাই রোমাঞ্চে ভরপুর। কাশ্মীরের বেশ কিছু গন্তব্য রয়েছে, যেখানে প্রকৃতির গুপ্তধন লুকিয়ে রয়েছে, যা আজও জনসাধারণের দৃষ্টি অগোচরে।

3 / 10
সম্প্রতি এই মনোরম রাজ্যে শীতকালীন পর্যটনের প্রচারের লক্ষ্যে পর্যটকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে। চলতি বছরে কাশ্মীরের বিভিন্ন জায়গায় পর্যটকদের আনাগোনা এত বেশি যে প্রায় ১০ বছরের রেকর্ড একসঙ্গে ভেঙে দিয়েছে।

সম্প্রতি এই মনোরম রাজ্যে শীতকালীন পর্যটনের প্রচারের লক্ষ্যে পর্যটকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে। চলতি বছরে কাশ্মীরের বিভিন্ন জায়গায় পর্যটকদের আনাগোনা এত বেশি যে প্রায় ১০ বছরের রেকর্ড একসঙ্গে ভেঙে দিয়েছে।

4 / 10
গত তিন বছরে, উত্তর ভারতের বিভিন্ন গন্তব্যে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন কিছু করার চেষ্টা করে চলেছে। উত্তর কাশ্মীরের বিখ্যাত স্কিইং ডেস্টিনেশন গুলমার্গের বাইরে শীতকালীন পর্যটনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। কাশ্মীরের থেকে অন্য জায়গায়।

গত তিন বছরে, উত্তর ভারতের বিভিন্ন গন্তব্যে পর্যটকদের আকর্ষণ বাড়াতে নতুন কিছু করার চেষ্টা করে চলেছে। উত্তর কাশ্মীরের বিখ্যাত স্কিইং ডেস্টিনেশন গুলমার্গের বাইরে শীতকালীন পর্যটনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। কাশ্মীরের থেকে অন্য জায়গায়।

5 / 10
কারণ শীতে পুরু বরফে রাস্তা অবরুদ্ধ হওয়ার কারণে গুলমার্গের রাস্তা দুর্গম হয়ে যায়। শুধু গুলমার্গ নয়, তুষারে আবৃত হয়ে বিভিন্ন এলাকার রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমন পরিস্থিতিতে কাশ্মীরে যাতে পর্যটকদের ভিড় না কমে তার জন্য বিকল্প পর্যটনের প্রচারের দিকে মনোনিবেশ করা হয়েছে।

কারণ শীতে পুরু বরফে রাস্তা অবরুদ্ধ হওয়ার কারণে গুলমার্গের রাস্তা দুর্গম হয়ে যায়। শুধু গুলমার্গ নয়, তুষারে আবৃত হয়ে বিভিন্ন এলাকার রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমন পরিস্থিতিতে কাশ্মীরে যাতে পর্যটকদের ভিড় না কমে তার জন্য বিকল্প পর্যটনের প্রচারের দিকে মনোনিবেশ করা হয়েছে।

6 / 10
শীতের সময় পর্যটনের হটস্পট হয়ে উঠতে পারে এমন জায়গাগুলি, যেখানে বরফাবৃত, সেই সব এলাকায় হেলিকপ্টার পরিষেবা দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। গত ৭০ বছরে প্রথমবারের জন্য, শীতের মাসে পর্যটকদের জন্য সোনমার্গ, কর্নাহ ও গুরেজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শীতের সময় পর্যটনের হটস্পট হয়ে উঠতে পারে এমন জায়গাগুলি, যেখানে বরফাবৃত, সেই সব এলাকায় হেলিকপ্টার পরিষেবা দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। গত ৭০ বছরে প্রথমবারের জন্য, শীতের মাসে পর্যটকদের জন্য সোনমার্গ, কর্নাহ ও গুরেজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

7 / 10
পর্যটকদের আকর্ষণ বৃদ্ধিতে এইসব এলাকায় অ্যাডভেঞ্চার স্পোর্টস ও অন্যান্য কার্যক্রম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছেন।  নতুন করে স্কি করার জন্য তুষারের ঢাল তৈরি করারও পরিকল্পনা করা হয়েছে।

পর্যটকদের আকর্ষণ বৃদ্ধিতে এইসব এলাকায় অ্যাডভেঞ্চার স্পোর্টস ও অন্যান্য কার্যক্রম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছেন। নতুন করে স্কি করার জন্য তুষারের ঢাল তৈরি করারও পরিকল্পনা করা হয়েছে।

8 / 10
বান্দিপোরা ও কুপওয়ারা জেলার গুরেজ ও কর্নাহের মত জায়গাগুলি লাইন অফ কন্ট্রোলের একদম কাছে। পাক সেনা ও সন্ত্রাসবাদীদের হামলা ও ভারতীয় সেনাদের লাগাতার অভিযানের ফলে এই জায়গাগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এ বছর থেকে পর্যকদের জন্য এই সব এলাকায় বিশেষ হেলিকপ্টার সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বান্দিপোরা ও কুপওয়ারা জেলার গুরেজ ও কর্নাহের মত জায়গাগুলি লাইন অফ কন্ট্রোলের একদম কাছে। পাক সেনা ও সন্ত্রাসবাদীদের হামলা ও ভারতীয় সেনাদের লাগাতার অভিযানের ফলে এই জায়গাগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এ বছর থেকে পর্যকদের জন্য এই সব এলাকায় বিশেষ হেলিকপ্টার সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

9 / 10
শীতকালীন পর্যটনের ফলে স্থানীয়দের ও ট্যুরিস্ট গাইডদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাবে। কাশ্মীরের এমন অনেক জায়গা আছে, যেখানে শীতের সময় সবচেয়ে উপভোগ্য হয়ে ওঠে। এই গন্তব্যস্থলগুলিতে ভ্রমণপথে আরও সুগম করতে ও কাশ্মীরকে শীতকালীন পর্যটন গন্তব্য হিসেবে আকৃষ্ট করে তুলে এই সিদ্ধান্তটি কাজ লাগতে পারে বলে আশা প্রকাশ করেছেন সরকারি আধিকারিকরা।

শীতকালীন পর্যটনের ফলে স্থানীয়দের ও ট্যুরিস্ট গাইডদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যাবে। কাশ্মীরের এমন অনেক জায়গা আছে, যেখানে শীতের সময় সবচেয়ে উপভোগ্য হয়ে ওঠে। এই গন্তব্যস্থলগুলিতে ভ্রমণপথে আরও সুগম করতে ও কাশ্মীরকে শীতকালীন পর্যটন গন্তব্য হিসেবে আকৃষ্ট করে তুলে এই সিদ্ধান্তটি কাজ লাগতে পারে বলে আশা প্রকাশ করেছেন সরকারি আধিকারিকরা।

10 / 10
প্রসঙ্গত শীতকালে গুলমার্গ রোমাঞ্চপ্রেমী পর্যটকদের কাছে বরাবরের জনপ্রিয় একটি গন্তব্যস্থল। মধ্য কাশ্মীরের বুদগাম জেলার দুধপাথরি হল সেরা ডেস্টিনেশনের মধ্য অন্যতম। এই জায়গাটি গুলমার্গে যাওয়ার রাস্তাতেই পড়ে, তাই দুটি জায়গাতেই পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাবে, তা বলাই বাহল্য।

প্রসঙ্গত শীতকালে গুলমার্গ রোমাঞ্চপ্রেমী পর্যটকদের কাছে বরাবরের জনপ্রিয় একটি গন্তব্যস্থল। মধ্য কাশ্মীরের বুদগাম জেলার দুধপাথরি হল সেরা ডেস্টিনেশনের মধ্য অন্যতম। এই জায়গাটি গুলমার্গে যাওয়ার রাস্তাতেই পড়ে, তাই দুটি জায়গাতেই পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাবে, তা বলাই বাহল্য।

Next Photo Gallery