
রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। ছোট পর্দার দুই পরিচিত মুখ। জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’-তে এই শিল্পীর অভিনয় দেখেন দর্শক।

দর্শকের ভালবাসায় সদ্য ৫০০ পর্বের গন্ডি পেরিয়ে গেল এই ধারাবাহিক। শুরু থেকেই টিআরপির তালিকায় ভাল জায়গায় থেকেছে এই ধারাবাহিক।

একজন মহিলা ঢাকি হিসেবে যমুনার লড়াই পছন্দ করেছেন দর্শক। যে সমাজে এখনও পুরুষের আধিপত্য, সেখানে যমুনার লড়াই অনুপ্রাণিত করেছে দর্শককে।

যমুনা এবং সঙ্গীতের কেমিস্ট্রিও অন্যান্য ধারাবাহিকের তুলনায় এই ধারাবাহিককে আলাদা জায়গা করে দিয়েছে।

২০২০-র জুলাই নাগাদ শুরু হয়েছিল এই ধারাবাহিক। গল্পের নতুনত্ব অন্যান্য ধারাবাহিকের থেকে ‘যমুনা ঢাকি’কে আলাদা করে দিয়েছিল।

ধারাবাহিকের সেটে কেক কেটে সেলিব্রেশনে মাতলেন কলাকুশলীরা।

দর্শক পাশে থাকলে এ ভাবেই আরও বহু পর্ব এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তাঁরা।