
২১ বছর পূর্ণ করলেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। বোনের জন্মদিনে দিদি সারপ্রাইজ দেবেন না তা কী করে হয়। কাছের বন্ধুদের নিয়েই পার্টির আয়োজন করলেন জাহ্নবী কাপুর। দেখা গেল অভিনেত্রীর রিউমারড প্রেমিককেও।

পার্টির থিম ছিল গোলাপি। দিদি-বোন দুজনেই সেজেছিলেন গোলাপি রঙে। যদিও দুজনের পোশাকেই পিঙ্কের ভিন্ন শেড দেখা গেল।

জাহ্নবী দাবি করেন অক্ষত রাজন তাঁর প্রিয় বন্ধু। এক সঙ্গে প্রায়ই দেখা যায় তাঁদের। যদিও ইন্ডাস্ট্রির গুঞ্জন জাহ্নবীর বেস্টফ্রেন্ড হওয়ার পাশাপাশি তিনি প্রেমিকও।

অক্ষতকেও দেখা গেল এই পার্টিতে। একসঙ্গে পোজও দিলেন তাঁরা।

হাজির ছিলেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলায়া ও খুশি কাপুরের প্রিয় বন্ধু।