
খুব একটা বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় না জাহ্নবী কাপুরকে। বরাবরই তিনি ভীষণ বুঝে শুনেই কথা বলে থাকেন তিনি। তবে এবার তাঁকে ঘিরে ভাইরাল হওয়া মন্তব্য নিয়ে মুখ খুললেন তিনি। দিলেন সপাট জবাব।

জাহ্নবী কাপুরের কথায় তিনি বরাবরই খোলা মনে কথা বলে এসেছেন। তবে এবার কোথাও গিয়ে যেন আর সহ্য করতে পারছেন না তিনি। ফলে মিডিয়ার সামনেই মুখ খুললেন শ্রী-কন্যা। তাঁর কথায় তিনি প্রতারিত।

জাহ্নবী কাপুর জানান, তাঁর সম্পর্কে যে ধরনের মন্তব্য ভাইরাল হতে দেখা যায়, সেই কথাগুলো কি আদৌ তিনি বলেছেন! তাঁর বিষয় যা যা লেখা হয়, তা দেখে তিনি এক কথা অবাক, বলেন তাঁকে ঠকানো হচ্ছে।

তিনি যা বলেন তাতে রঙ চরিয়ে আরও বাড়িয়ে বাড়িয়ে লেখা থাকে। যদিও নিজেই আবার জাহ্নবী বলেন, তিনি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। এখন আর এই বিষয়গুলো নিয়ে তিনি ভাবেন না। বর্তমানে ভাল কাজ করতে চান জাহ্নবী।

তাঁর কথায় তিনি সকলের কাজটাই বোঝান, প্রত্যেকে তাঁর তাঁর কাজটা করার চেষ্টা করছেন। তবে তাঁর মন্তব্যকে অতিরঞ্জিত করে তোলার বিরুদ্ধে এই প্রথম মুখ খোলেন তিনি। জাহ্নবী নেপোটিজ়ের তকমা গায়ে মেখে নয়, পরিশ্রম করেই প্রতিষ্টিত হতে চান।

রাজকুমার-জাহ্নবী- রাজকুমার ও জাহ্নবী কাপুর জুটি আবারও ফিরছে পর্দায়। এই জুটির ছবি মিস্টার এন্ড মিসেস মাহি মুক্তি পেতে চলেছে পর্দায়।