Bollywood Controversy: করণ জোহরের ছোঁয়াতেই চক্ষুশূল জাহ্নবী, বিস্ফোরক শ্রী-কন্যা
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 26, 2022 | 6:45 AM
Janhvi Kapoor: জাহ্নবী কাপুর সম্প্রতি এই মর্মে মুখ খুললেন। তাঁকে বলিউডে নিয়ে এসেছেন করণ জোহর। থেকেই তুঙ্গে বচসা।
Ad
Follow Us
স্টারকিড মানেই তাঁকে বি-টাউনে হাতে ধরে নিয়ে আসেন করণ জোহর, এমনই রব ছড়িয়ে পড়তে দেখা যায় সর্বত্র। এ যেন বলিউডের এক ধ্রুব সত্য হয়ে উঠছে দিনে দিনে। শ্রীদেবী কন্যাও তার ব্যতিক্রম নন।
মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে এই সেলেবের নাম। তাঁর সহ্গে বিটাউনের সম্পর্ক যে কতটা খারাপ তা আর বুঝিয়ে বলার প্রয়োজন নেই। কারণ প্রতিটা ক্ষেত্রে তিনি বলিউডের বিরুদ্ধে মুখ খুলে থাকেন।
সেই প্রসঙ্গে অতীতেও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ঠিক কী কীভাবে তিনি কঠিন পরিশ্রম করে থাকেন ছবির সেটে। তবে করণ জোহরের ট্যাগই যেন হয়ে ওটে অভিশাপ। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
করণের হাত ধরেই বলিউডে পা রাখার ফলে প্রথম থেকেই নেপোটিজ়মের তকমা গায়ে লেগে যায় তাঁর। তা থেকে বেরনো এখন বেজায় কঠিন হয়ে দাঁড়িয়েছে জাহ্নবী কাপুরের জন্য।
নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, এই মোড়ক ছেড়ে বেরনোটাই তাঁর জন্য নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তিনি। অনেকেই মনে করেন, তিনি কেবল ক্ষমতার জোড়েই ছবির প্রস্তাব পেয়ে থাকেন। তাঁর পরিশ্রম অধরাই থেকে যাচ্ছে।