TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 02, 2022 | 8:23 AM
শ্রীদেবীকে ঘিরে দর্শক মনে আজও কৌতুহল তুঙ্গে। সেলেবের কেরিয়ার গ্রাফ থেকে শুরু করে বৈবাহিক জীবন, সবেতে কিছু না কিছু রসদ রয়েছে লুকিয়ে, যা ঘিরে বারে বারে আলোচিত হয়েছে এই নাম।
না জানি আরও কত কাহিনি রয়েছে এই সেলেবের জীবন ঘিরে, যেখানে পরতে-পরতে জড়িয়ে থাকা রহস্য এই সেলেবকে আজও দর্শকের মনে কৌতুহলের পারদ সৃষ্টির কেন্দ্র বললে খুব ভুল বলা হবে না।
রাজকুমার-জাহ্নবী- রাজকুমার ও জাহ্নবী কাপুর জুটি আবারও ফিরছে পর্দায়। এই জুটির ছবি মিস্টার এন্ড মিসেস মাহি মুক্তি পেতে চলেছে পর্দায়।
সেই প্রসঙ্গে অতীতেও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ঠিক কী কীভাবে তিনি কঠিন পরিশ্রম করে থাকেন ছবির সেটে। তবে করণ জোহরের ট্যাগই যেন হয়ে ওটে অভিশাপ। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
ফলে তা যে কেবল গুজব বা জল্পনাই, তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছিলেন জাহ্নবী কাপুর। জানিয়ে দিয়েছিলেন তিনি এমন কোনও প্রস্তাবই পাননি। পাশাপাশি এও জানান, শ্রীদেবীর বায়োপিক নিয়ে কোনও চর্চাই বর্তমান নয়।