TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Feb 08, 2023 | 7:38 PM
বলিউডে ডেবিউ করেছেন বেশ কিছু বছর হয়ে গেল। একের পর এক ছবি করেো যেন প্রথম সারি থেকে খানিকটা দূরেই থেকে যাচ্ছেন জাহ্নবী কাপুর। যদিও হাতে ছবির প্রস্তাবের অভাব নেই।
একে শ্রীদেবীর কন্যা তার ওপর করণ জোহরের হাত ধরে তাঁর বিটাউনে অভিষেক। ফলে দুই মিলিয়ে কোথাও যেন বারে বারে তাঁকে কটাক্ষের শিকার হতে হচ্ছে। স্পষ্টই শুনতে হচ্ছে তিনি নাকি নেপোটিজ়মের জন্যই এতো প্রজেক্ট পাচ্ছেন।
সেই নিয়েও চর্চা তুঙ্গে। বেশি কাজ পাওয়াও সমস্যার বলে জানান অভিনেত্রী। তাঁর কথায়, আমি কঠিন পরিশ্রম করতেই পছন্দ করি। আমি আমার লক্ষ্যে স্থির।
দাপটের সঙ্গে নয়, আমার মায়ের ঐতিহ্য বজায় রেখেই কাজ করতে চাই। যখন সত্যি অনেক প্রজেক্ট একসঙ্গে পেয়ে যাই, তখন মনে হয়, এটা আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ, এমনটাই জানান তিনি।