FIFA World Cup 2022: জয়ের উল্লাস ও সাফাই অভিযান, শিরোনামে জাপান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 24, 2022 | 2:16 PM

শুধু মাঠেই নয়, গ্যালারিতেও মন জয় সূর্যোদয়ের দেশ জাপানের। চলতি বিশ্বকাপে দলের খেলা দেখার জন্য গ্যালারি ভরিয়েছিলেন লক্ষাধিক জাপানি সমর্থক। ২-১ ব্যবধানে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে জাপান। ম্যাচ দেখে স্টেডিয়াম ছাড়ার আগে গোটা গ্যালারি পরিষ্কার করে গেলেন সামুরাইদের দেশের সমর্থকরা।

1 / 5
স্টেডিয়ামে প্রিয় দলের খেলা দেখতে তো অনেকেই আসেন। ম্যাচ চলাকালীন বিভিন্ন খাবার খেয়ে থাকেন, পানীয় পান করে থাকেন সমর্থকরা। কিন্তু ম্যাচের শেষে সেই সকল সমর্থকরা বাড়ি ফিরে গেলেও যত্রতত্র পড়ে থাকে জলের বোতল, খাবারের প্যাকেট। সামুরাইদের দেশের সমর্থকদের মনোভাব অন্যরকমের। (ছবি-টুইটার)

স্টেডিয়ামে প্রিয় দলের খেলা দেখতে তো অনেকেই আসেন। ম্যাচ চলাকালীন বিভিন্ন খাবার খেয়ে থাকেন, পানীয় পান করে থাকেন সমর্থকরা। কিন্তু ম্যাচের শেষে সেই সকল সমর্থকরা বাড়ি ফিরে গেলেও যত্রতত্র পড়ে থাকে জলের বোতল, খাবারের প্যাকেট। সামুরাইদের দেশের সমর্থকদের মনোভাব অন্যরকমের। (ছবি-টুইটার)

2 / 5
শুধু মাঠেই নয়, গ্যালারিতেও মন জয় সূর্যোদয়ের দেশ জাপানের (Japan)। চলতি বিশ্বকাপে দলের খেলা দেখার জন্য গ্যালারি ভরিয়েছিলেন লক্ষাধিক জাপানি সমর্থক। ২-১ ব্যবধানে জার্মানিকে (Germany) হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে জাপান। ম্যাচ দেখে স্টেডিয়াম ছাড়ার আগে গোটা গ্যালারি পরিষ্কার করে গেলেন সামুরাইদের দেশের সমর্থকরা। (ছবি-টুইটার)

শুধু মাঠেই নয়, গ্যালারিতেও মন জয় সূর্যোদয়ের দেশ জাপানের (Japan)। চলতি বিশ্বকাপে দলের খেলা দেখার জন্য গ্যালারি ভরিয়েছিলেন লক্ষাধিক জাপানি সমর্থক। ২-১ ব্যবধানে জার্মানিকে (Germany) হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে জাপান। ম্যাচ দেখে স্টেডিয়াম ছাড়ার আগে গোটা গ্যালারি পরিষ্কার করে গেলেন সামুরাইদের দেশের সমর্থকরা। (ছবি-টুইটার)

3 / 5
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে জার্মানি বনাম জাপান ম্যাচের পর যে ছবি দেখা গিয়েছে, তা নেটিজ়েনদের মন ছুঁয়ে গিয়েছে। জাপানের সমর্থকরা জড়ো হয়ে পুরো স্টেডিয়াম পরিষ্কার করে গিয়েছেন। শুধু জাপানি সমর্থকরাই নয়, খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে জাপান দলের জন্য যে ড্রেসিংরুম বরাদ্দ ছিল, ম্যাচের শেষে জাপানের ফুটবলাররা সুন্দর করে ড্রেসিংরুম সাজিয়ে ছেড়ে গিয়েছেন। (ছবি-টুইটার)

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে জার্মানি বনাম জাপান ম্যাচের পর যে ছবি দেখা গিয়েছে, তা নেটিজ়েনদের মন ছুঁয়ে গিয়েছে। জাপানের সমর্থকরা জড়ো হয়ে পুরো স্টেডিয়াম পরিষ্কার করে গিয়েছেন। শুধু জাপানি সমর্থকরাই নয়, খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে জাপান দলের জন্য যে ড্রেসিংরুম বরাদ্দ ছিল, ম্যাচের শেষে জাপানের ফুটবলাররা সুন্দর করে ড্রেসিংরুম সাজিয়ে ছেড়ে গিয়েছেন। (ছবি-টুইটার)

4 / 5
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জাপানি সমর্থকদের কাণ্ড কারখানা। জাপানি সমর্থকরা বড়ো বড়ো নীল ডিসপোসাল ব্যাগ নিয়ে স্টেডিয়ামের যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনা তুলে নিয়ে পুরো স্টেডিয়াম পরিষ্কার করে যান। জাপানি সমর্থকরা এই প্রথা মেনে চলে। (ছবি-টুইটার)

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জাপানি সমর্থকদের কাণ্ড কারখানা। জাপানি সমর্থকরা বড়ো বড়ো নীল ডিসপোসাল ব্যাগ নিয়ে স্টেডিয়ামের যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনা তুলে নিয়ে পুরো স্টেডিয়াম পরিষ্কার করে যান। জাপানি সমর্থকরা এই প্রথা মেনে চলে। (ছবি-টুইটার)

5 / 5
জাপানি সমর্থকদের এই কারনামা প্রথম নয়। চলতি বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের প্রথম ম্যাচেও জাপানের কিছু ফ্যানকে স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গিয়েছে। ২০০৬ সালে কলকাতায় ভারতের বিরুদ্ধে ৭-০ ব্যবধানে জিতেছিল জাপান। সেই ম্যাচের পরও দেখা গিয়েছিল একই ছবি। বড় বড় নীল ডিসপোসাল ব্যাগ নিয়ে পুরো স্টেডিয়াম পরিষ্কার করেছিল জাপানি সমর্থকরা। (ছবি-টুইটার)

জাপানি সমর্থকদের এই কারনামা প্রথম নয়। চলতি বিশ্বকাপে কাতার বনাম ইকুয়েডরের প্রথম ম্যাচেও জাপানের কিছু ফ্যানকে স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গিয়েছে। ২০০৬ সালে কলকাতায় ভারতের বিরুদ্ধে ৭-০ ব্যবধানে জিতেছিল জাপান। সেই ম্যাচের পরও দেখা গিয়েছিল একই ছবি। বড় বড় নীল ডিসপোসাল ব্যাগ নিয়ে পুরো স্টেডিয়াম পরিষ্কার করেছিল জাপানি সমর্থকরা। (ছবি-টুইটার)

Next Photo Gallery