
জস্সি জ্যায়সি কোই নেহি। ইংল্যান্ডের মাটিতে জসপ্রীত বুমরার অনন্য নজিরের পর বলছে ক্রিকেট বিশ্ব। বরের গৌরবে গৌরবান্বিত স্ত্রী সঞ্জনা গণেশন। বুম বুমের জীবনের গুরুত্বপূর্ণ মানুষটি নিজেও কম জনপ্রিয় নন। মডেল, মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে ক্রীড়া সঞ্চালনা। নিজ-জগতে উজ্জ্বল বুমরার স্ত্রী। (ছবি:ইনস্টাগ্রাম)

দেশের একটি জনপ্রিয় স্পোর্টস চ্যানেলের সঞ্চালক হিসেবে কাজ করেন৷ দেশের জনপ্রিয় ক্রীড়া সঞ্চালকদের মধ্যে অন্যতম সঞ্জনা গণেশন।(ছবি:ইনস্টাগ্রাম)

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন সঞ্জনা৷ অংশ নেন ফেমিনা মিস ইন্ডিয়া পুনে প্রতিযোগিতায়৷ প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন তিনি৷ (ছবি:ইনস্টাগ্রাম)

২০১৪ সালে জনপ্রিয় রিয়েলিটি শো স্প্লিটসভিলার সপ্তম সিজনের প্রতিযোগী ছিলেন। সেখান থেকে টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠে সঞ্জনা গণেশন।(ছবি:ইনস্টাগ্রাম)

২০১৯ সালে বিসিসিআইয়ের একটি অনুষ্ঠানে জসপ্রীত বুমরার সাক্ষাৎকার নেন সঞ্জনা। মন দেওয়া কি সেখান থেকেই? কে জানে।(ছবি:ইনস্টাগ্রাম)

ক্রীড়া ব্যক্তিত্বদের সাক্ষাৎকার, মহিলা ও পুরুষ উভয় বিশ্বকাপ, আইপিএল, আইপিএলের নিলাম সঞ্চালনা করতে দেখা গিয়েছে সঞ্জনাকে।(ছবি:ইনস্টাগ্রাম)

ফুরসত পেলেই ঘুরতে চলে যান সঞ্জনা। সমুদ্র তাঁর ভীষণ প্রিয়। মডেলিংয়ের দৌলতে বিকিনিতে বেশ স্বচ্ছন্দ। ইনস্টাগ্রাম ঘাঁটলেই তার ভুরি ভুরি নমুনা মিলবে।(ছবি:ইনস্টাগ্রাম)