Jeetendra Struggle: সেট থেকে বিতারিত জিতেন্দ্র, বাবার করা সেদিন বিদ্রুপ আজও ভোলেননি অভিনেতা…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 05, 2022 | 7:00 AM

Unknown Story: একবার জুনিয়র আর্টিস হওয়ার জন্য ডাক আসে তাঁর। শুটিং লোকেশন ছিল বম্বে থেকে বহু দূরে। অনেকটাই সময় লেগে যায় জিতেন্দ্রর।

1 / 5
ইন্ডিয়ান আইডল ১৩-র সেটে বিশেষ অতিথির আসনে উপস্থিত হন অভিনেতা জিতেন্দ্র। মঞ্চে উপস্তিত প্রতিযোগী, বিচারক বিশাল দাদলানি, নেহা কক্কর এবং হিমেশ রেশমিয়ার সঙ্গে নিজের কঠিন সময়ের কথা ভাগ করে নিলেন জিতেন্দ্র।

ইন্ডিয়ান আইডল ১৩-র সেটে বিশেষ অতিথির আসনে উপস্থিত হন অভিনেতা জিতেন্দ্র। মঞ্চে উপস্তিত প্রতিযোগী, বিচারক বিশাল দাদলানি, নেহা কক্কর এবং হিমেশ রেশমিয়ার সঙ্গে নিজের কঠিন সময়ের কথা ভাগ করে নিলেন জিতেন্দ্র।

2 / 5
জিতেন্দ্রর কথায়, তাঁর বাবার যোগাযোগের ভিত্তিতেই তিনি বলিউডে প্রথম পা রাখার সুযোগ পান। অভিনেতার বাবা অর্থাৎ অমরনাথ কাপুর ছবি নির্মাতাদের গয়না সরবরাহের কাজ করতেন। জিতেন্দ্র স্টুডিওতে সেই গয়না পৌঁছে দিয়ে বাবাকে সাহায্য করেতেন।

জিতেন্দ্রর কথায়, তাঁর বাবার যোগাযোগের ভিত্তিতেই তিনি বলিউডে প্রথম পা রাখার সুযোগ পান। অভিনেতার বাবা অর্থাৎ অমরনাথ কাপুর ছবি নির্মাতাদের গয়না সরবরাহের কাজ করতেন। জিতেন্দ্র স্টুডিওতে সেই গয়না পৌঁছে দিয়ে বাবাকে সাহায্য করেতেন।

3 / 5
একবার জুনিয়র আর্টিস হওয়ার জন্য ডাক আসে তাঁর। শুটিং লোকেশন ছিল বম্বে থেকে বহু দূরে।  অনেকটাই সময় লেগে যায় জিতেন্দ্রর। ফলে কল-টাইমের আধঘণ্টা পরে উপস্থিত হন তিনি। ছবির পরিচালক রীতিমত মেজাজ হারিয়ে তাকে বাড়ি ফেরত পাঠানোর নির্দেশ দেন।

একবার জুনিয়র আর্টিস হওয়ার জন্য ডাক আসে তাঁর। শুটিং লোকেশন ছিল বম্বে থেকে বহু দূরে। অনেকটাই সময় লেগে যায় জিতেন্দ্রর। ফলে কল-টাইমের আধঘণ্টা পরে উপস্থিত হন তিনি। ছবির পরিচালক রীতিমত মেজাজ হারিয়ে তাকে বাড়ি ফেরত পাঠানোর নির্দেশ দেন।

4 / 5
জিতেন্দ্র যখন তাঁর বাবাকে ফোন করেছিলেন এক প্রকার অভিমান জানাতেই। ভেবেছিলেন সমবেদনা পাবেন। কিন্তু তেমনটা ঘটে না। তিনি বিচারকদের বলেন, "আমার বাবা যা বলেছিলেন তা আমার জীবনের গতিপথ পাল্টে দিয়েছিল। তিনি বলেছিলেন, 'আজা মেরি গড্ড মে বেইথ জা' (তাহলে আমার কোলে এসে বস)৷' তিনি অবাক।

জিতেন্দ্র যখন তাঁর বাবাকে ফোন করেছিলেন এক প্রকার অভিমান জানাতেই। ভেবেছিলেন সমবেদনা পাবেন। কিন্তু তেমনটা ঘটে না। তিনি বিচারকদের বলেন, "আমার বাবা যা বলেছিলেন তা আমার জীবনের গতিপথ পাল্টে দিয়েছিল। তিনি বলেছিলেন, 'আজা মেরি গড্ড মে বেইথ জা' (তাহলে আমার কোলে এসে বস)৷' তিনি অবাক।

5 / 5
এই ঘটনাই এক প্রকার তাঁকে সোজা করে দিয়েছিল। তিনি অবাক হয়েছিলেন এটা দেখে যে, তাঁর ভুলের জন্য তাঁর বাবা কোনও সহানুভূতি দেখাতে চান না। উল্টে তাঁকে বিদ্রুপ করেন। পরের দিন থেকে একঘণ্টা আগে সেটে পৌঁছে যেতেন তিনি।

এই ঘটনাই এক প্রকার তাঁকে সোজা করে দিয়েছিল। তিনি অবাক হয়েছিলেন এটা দেখে যে, তাঁর ভুলের জন্য তাঁর বাবা কোনও সহানুভূতি দেখাতে চান না। উল্টে তাঁকে বিদ্রুপ করেন। পরের দিন থেকে একঘণ্টা আগে সেটে পৌঁছে যেতেন তিনি।

Next Photo Gallery