'অপরাজিত' ছবিতে অপরাজিত রায়ের চরিত্রে অভিনেতা জিতু কামাল। সত্যজিৎ রায়ের চেহারা দেওয়া হয়েছে তাঁকে।
সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং। অনেক অনুশীলন করেছেন জিতু। সত্যজিৎ রায়ের সঙ্গে যাপন করেছেন দিবারাত্র। শেয়ার করেছেন কস্টিউমের ছবি। এই ধরনের প্যান্ট পরতেন সত্যজিৎ রায়। সেরকমই ট্রাউজ়ার্স পরানো হয়েছে জিতুকে।
ব্যবহৃত হয়েছে একই ধরনের পেন, সিগারেট ও দেশলাইয়ের বাক্স (ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক)।
সত্যজিৎ রায়ের পছন্দসই হাফ হাতা শার্ট পরানো হয়েছে জিতু কামালকে।
পরানো হয়েছে মানিকবাবুর প্রিয় জুটো জোড়া।
লেখাপড়ার টেবিলেও এসেছে সামঞ্জস্য।