Bangla News Photo gallery Jhulan Goswami returns Kolkata after bade farewell to international cricket at Lord's after winning series 3 0 against England
Jhulan Goswami: মহানগরে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেলেন কিংবদন্তি ঝুলন
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 26, 2022 | 6:21 PM
লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে, দেশে ফিরলেন কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। কলকাতা বিমানবন্দরে ঝুলনকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্তাদের পাশাপাশি যুগ্ম সচিব দেবব্রত দাসও হাজির ছিলেন। ফুলের তোড়া দিয়ে ঝুলনকে সাদর অভ্যর্থনা জানান অভিষেক ডালমিয়া।
1 / 5
লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে, দেশে ফিরলেন কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। কলকাতা বিমানবন্দরে ঝুলনকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। (Pic Courtesy-CAB)
2 / 5
বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্তাদের পাশাপাশি যুগ্ম সচিব দেবব্রত দাসও হাজির ছিলেন। ফুলের তোড়া দিয়ে ঝুলনকে সাদর অভ্যর্থনা জানান সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। (Pic Courtesy-CAB)
3 / 5
ঝুলনকে দেখার জন্য বিমানবন্দরে জড়ো হয়েছিল বিভিন্ন বয়সের মহিলা ক্রিকেটাররা। ঝুলনের ওপর ফুলের পাপড়িও ছড়াতে থাকে তারা। (Pic Courtesy-CAB)
4 / 5
ঝুলনের সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছে বাংলার ক্রিকেটার দীপ্তি শর্মাকেও। ঝুলনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচে চার্লি ডিনকে 'মানকাডিং' আউট করেছিলেন দীপ্তি শর্মা। সেই নিয়ে রীতিমতো তোলপাড় ক্রিকেটবিশ্ব। (Pic Courtesy-CAB)
5 / 5
তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৮৪টি ম্যাচে ঝুলন গোস্বামীর নামের পাশে রয়েছে ৩৫৫টি উইকেট। ব্যাট হাতে ঝুলন করেছেন মোট ১৯২৪ রান। (Pic Courtesy-CAB)