
লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে, দেশে ফিরলেন কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। কলকাতা বিমানবন্দরে ঝুলনকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। (Pic Courtesy-CAB)

বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্তাদের পাশাপাশি যুগ্ম সচিব দেবব্রত দাসও হাজির ছিলেন। ফুলের তোড়া দিয়ে ঝুলনকে সাদর অভ্যর্থনা জানান সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। (Pic Courtesy-CAB)

ঝুলনকে দেখার জন্য বিমানবন্দরে জড়ো হয়েছিল বিভিন্ন বয়সের মহিলা ক্রিকেটাররা। ঝুলনের ওপর ফুলের পাপড়িও ছড়াতে থাকে তারা। (Pic Courtesy-CAB)

ঝুলনের সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছে বাংলার ক্রিকেটার দীপ্তি শর্মাকেও। ঝুলনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচে চার্লি ডিনকে 'মানকাডিং' আউট করেছিলেন দীপ্তি শর্মা। সেই নিয়ে রীতিমতো তোলপাড় ক্রিকেটবিশ্ব। (Pic Courtesy-CAB)

তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৮৪টি ম্যাচে ঝুলন গোস্বামীর নামের পাশে রয়েছে ৩৫৫টি উইকেট। ব্যাট হাতে ঝুলন করেছেন মোট ১৯২৪ রান। (Pic Courtesy-CAB)