TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 12, 2021 | 12:53 PM
জিতেন্দ্র কুমার, অর্থাৎ 'জিতু ভাইয়া' ফিরে এসেছেন তাঁর ছাত্রদের জন্য। আসছে 'কোটা ফ্যাক্টরি সিজন ২'।
ভারতের প্রথম মোনোক্রোম (সাদা-কালো) ওয়েব সিরিজ। কোটার ছাত্রদের জীবন নিয়ে তৈরি। কোচিং শিল্পের নানা দিক তুলে ধরা হয়েছে সেখানে।
২৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'কোটা ফ্যাক্টরি সিজন টু'।
২০১৯ সালে স্ট্রিম করতে শুরু করেছিল প্রথম সিজন। জনপ্রিয় হওয়ার পর দ্বিতীয় সিজন তৈরি করার পরিকল্পনা করেন নির্মাতারা।
আই আই টি প্রবেশিকায় পাশ করার জন্য বৈভব, বালমুকুন্দ ও উদয় কোচিং নেয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে। হাজার হাজার ছাত্র ছাত্রী রয়েছে সেখানে।
পরিচালক রাঘব সাব্বু বলেছেন, "দর্শককে উদ্বুদ্ধ করার জন্যই এই ধরনের গল্প বেছে নিই বার বার।"
সিরিজে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, ময়ুর মোর, রঞ্জন রাজ, আলম খান, আহাস চান্না, রেবতী পিল্লাই, উর্বি সিং।