SA20: দক্ষিণ আফ্রিকা লিগেও হলুদ জার্সির দাপট
Joburg Super Kings: জমে উঠেছে উদ্বোধনী দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ। সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংসের রুদ্ধশ্বাস ম্যাচ। লো স্কোরিং ম্যাচে শেষ অবধি মাত্র ২ বল বাকি থাকতে জিতল হলুদ জার্সির সুপার কিংস।