SA20: দক্ষিণ আফ্রিকা লিগেও হলুদ জার্সির দাপট

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 22, 2023 | 7:00 AM

Joburg Super Kings: জমে উঠেছে উদ্বোধনী দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ। সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংসের রুদ্ধশ্বাস ম্যাচ। লো স্কোরিং ম্যাচে শেষ অবধি মাত্র ২ বল বাকি থাকতে জিতল হলুদ জার্সির সুপার কিংস।

1 / 7
জমে উঠেছে উদ্বোধনী দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ। সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংসের রুদ্ধশ্বাস ম্যাচ। (ছবি : টুইটার)

জমে উঠেছে উদ্বোধনী দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ। সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম জোবার্গ সুপার কিংসের রুদ্ধশ্বাস ম্যাচ। (ছবি : টুইটার)

2 / 7
লো স্কোরিং ম্যাচে শেষ অবধি মাত্র ২ বল বাকি থাকতে জিতল হলুদ জার্সির সুপার কিংস। জয়ের ব্যবধান যদিও পাঁচ উইকেটের। (ছবি : টুইটার)

লো স্কোরিং ম্যাচে শেষ অবধি মাত্র ২ বল বাকি থাকতে জিতল হলুদ জার্সির সুপার কিংস। জয়ের ব্যবধান যদিও পাঁচ উইকেটের। (ছবি : টুইটার)

3 / 7
 টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফাফ ডুপ্লেসির নেতৃত্বাধীন জোবার্গ সুপার কিংস। তাঁর সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে বোলিং বিভাগ। (ছবি : টুইটার)

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফাফ ডুপ্লেসির নেতৃত্বাধীন জোবার্গ সুপার কিংস। তাঁর সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে বোলিং বিভাগ। (ছবি : টুইটার)

4 / 7
মাত্র ৬২ রানেই প্রতিপক্ষ সানরাইজার্স ইস্টার্ন কেপের ৬ উইকেট তুলে নেয় কিংস। নির্ধারিত ২০ ওভারও ব্য়াট করতে পারেনি সানরাইজার্স। ১৮.৪ ওভারেই ১২৭ রানে তাদের অলআউট করে কিংস। (ছবি : টুইটার)

মাত্র ৬২ রানেই প্রতিপক্ষ সানরাইজার্স ইস্টার্ন কেপের ৬ উইকেট তুলে নেয় কিংস। নির্ধারিত ২০ ওভারও ব্য়াট করতে পারেনি সানরাইজার্স। ১৮.৪ ওভারেই ১২৭ রানে তাদের অলআউট করে কিংস। (ছবি : টুইটার)

5 / 7
ডুপ্লেসির কিংসের হয়ে ৪টি করে উইকেট নেন জেরাল্ড কোয়েৎজে এবং অ্যারন ফাঙিসো। ১টি উইকেট নেন রোমারিও শেফার্ড। (ছবি : টুইটার)

ডুপ্লেসির কিংসের হয়ে ৪টি করে উইকেট নেন জেরাল্ড কোয়েৎজে এবং অ্যারন ফাঙিসো। ১টি উইকেট নেন রোমারিও শেফার্ড। (ছবি : টুইটার)

6 / 7
রান তাড়ায় স্বস্তিতে ছিল না সুপার কিংসও। রান আটকানোর পাশাপাশি নিয়মিত ব্যবধানে তাদের উইকেট নিতে থাকে সানরাইজার্স। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন রোলেফ ভ্যান ডার মারওয়ে। (ছবি : টুইটার)

রান তাড়ায় স্বস্তিতে ছিল না সুপার কিংসও। রান আটকানোর পাশাপাশি নিয়মিত ব্যবধানে তাদের উইকেট নিতে থাকে সানরাইজার্স। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন রোলেফ ভ্যান ডার মারওয়ে। (ছবি : টুইটার)

7 / 7
লুইস ডু প্লয়ের ৪০ বলে অপরাজিত ৪৭ রান, অধিনায়ক ফাফ ডুপ্লেসির ৩৭ রান। শেষ অবধি ২ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছোয় সুপার কিংস। (ছবি : টুইটার)

লুইস ডু প্লয়ের ৪০ বলে অপরাজিত ৪৭ রান, অধিনায়ক ফাফ ডুপ্লেসির ৩৭ রান। শেষ অবধি ২ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছোয় সুপার কিংস। (ছবি : টুইটার)

Next Photo Gallery