
দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে-তে ১০০ ক্যাচ নেওয়ার নজির গড়েছিলেন জন্টি রোডস। (ছবি : টুইটার)

জন্টি রোডসের ফিল্ডিং প্রথম নজর কাড়ে ১৯৯২ বিশ্ব কাপে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে ইনজামাম উল হককে রান আউট করেন জন্টি। অবিশ্বাস্য দৃশ্য। (ছবি : টুইটার)

এই ছবিটি খুব বেশি আগের নয়। এ বছর এপ্রিলে ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন জন্টি। শিখর ধাওয়ান ও জন্টি রোডস পুলে ডাইভিং ক্যাচ নিচ্ছেন। (ছবি : ইনস্টাগ্রাম)

ভারতকে খুব ভালোবাসেন। ২০১৫ তে মুম্বাইতে জন্টি রোডসের দ্বিতীয় কন্যার জন্ম হয়। আইপিএল চলছিল সে সময়। মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ ছিলেন জন্টি। ভারতের প্রেমে মেয়ের নামকরণ করেন 'ইন্ডিয়া' (India)। (ছবি : টুইটার)

বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার বলা যায় জন্টিকে। তাঁর নজরে সেরা ফিল্ডার কে? জন্টি এই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, তাঁর নজরে সেরা ফিল্ডার সুরেশ রায়না (Suresh Raina)। (ছবি : টুইটার)