Jos Buttler-Eoin Morgan: ৮৮০ পাউন্ডের ওয়াইনের বোতল! মর্গ্যানকে বিদায়ী উপহার বাটলারের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 15, 2022 | 7:30 AM

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইওন মর্গ্যান। সাদা বলের ক্রিকেটে তাঁর পরবর্তী অধিনায়ক হিসেবে ইসিবি বেছে নিয়েছে জস বাটলারকে। লর্ডসে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দিন দলের সতীর্থদের সঙ্গে কথা বলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। পাশাপাশি ম্যাচের আগে ইংল্যান্ড ক্রিকেটে মর্গ্যানের অবদানের জন্য তাঁকে সম্মান জানানো হয়। মর্গ্যানের হাতে বিদায়ী উপহার হিসেবে বাটলার তুলে দেন দুটি বহুমূল্য ওয়াইনের বোতল। যেগুলির একটিরই দাম ৪৪০ পাউন্ড। মর্গ্যানকে ভিন্টেজ ২০১৬ ওপুস ওয়ান ওয়াইন উপহার হিসেবে দিলেন বাটলার।

1 / 5
গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইওন মর্গ্যান (Eoin Morgan)। সাদা বলের ক্রিকেটে তাঁর পরবর্তী অধিনায়ক হিসেবে ইসিবি বেছে নিয়েছে জস বাটলারকে (Jos Buttler)। লর্ডসে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দিন দলের সতীর্থদের সঙ্গে কথা বলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। (ছবি-টুইটার)

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইওন মর্গ্যান (Eoin Morgan)। সাদা বলের ক্রিকেটে তাঁর পরবর্তী অধিনায়ক হিসেবে ইসিবি বেছে নিয়েছে জস বাটলারকে (Jos Buttler)। লর্ডসে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দিন দলের সতীর্থদের সঙ্গে কথা বলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। (ছবি-টুইটার)

2 / 5
লর্ডসে ইওন মর্গ্যানের হাতে বিদায়ী উপহার হিসেবে সাদা বলের ক্রিকেটের বর্তমান অধিনায়ক জস বাটলার তুলে দেন দুটি বহুমূল্য ওয়াইনের বোতল। (ছবি-টুইটার)

লর্ডসে ইওন মর্গ্যানের হাতে বিদায়ী উপহার হিসেবে সাদা বলের ক্রিকেটের বর্তমান অধিনায়ক জস বাটলার তুলে দেন দুটি বহুমূল্য ওয়াইনের বোতল। (ছবি-টুইটার)

3 / 5
লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে ইংল্যান্ড ক্রিকেটে মর্গ্যানের অবদানের জন্য তাঁকে সম্মান জানানো হয়। (ছবি-টুইটার)

লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে ইংল্যান্ড ক্রিকেটে মর্গ্যানের অবদানের জন্য তাঁকে সম্মান জানানো হয়। (ছবি-টুইটার)

4 / 5
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মর্গ্যানকে ৮৮০ পাউন্ডের দামি উপহার দিলেন বাটলার। মর্গ্যানকে ভিন্টেজ ২০১৬ ওপুস ওয়ান ওয়াইন উপহার হিসেবে দিলেন তিনি। (ছবি-টুইটার)

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মর্গ্যানকে ৮৮০ পাউন্ডের দামি উপহার দিলেন বাটলার। মর্গ্যানকে ভিন্টেজ ২০১৬ ওপুস ওয়ান ওয়াইন উপহার হিসেবে দিলেন তিনি। (ছবি-টুইটার)

5 / 5
জো রুট ইংল্যান্ডের টেস্ট দলের ক্যাপ্টেন্সি ছাড়ার পর বেন স্টোকসের কাঁধে ইসিবি তুলে দেয় ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব। একফ্রেমে ইংল্যান্ডের সীমিত ওভারের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যান ও বর্তমান টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। (ছবি-ইসিবি টুইটার)

জো রুট ইংল্যান্ডের টেস্ট দলের ক্যাপ্টেন্সি ছাড়ার পর বেন স্টোকসের কাঁধে ইসিবি তুলে দেয় ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব। একফ্রেমে ইংল্যান্ডের সীমিত ওভারের প্রাক্তন অধিনায়ক ইওন মর্গ্যান ও বর্তমান টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। (ছবি-ইসিবি টুইটার)

Next Photo Gallery
IND vs ENG: লর্ডসের গ্যালারিতে চাঁদের হাট, ইন্দো-ইংল্যান্ড দ্বৈরথের সাক্ষী সচিন-ধোনিরা
David Beckham: বেকহ্যামের জীবন নিয়ে তথ্যচিত্র, তুলে ধরা হবে অজানা দিক