দেখুন ছবিতে; জঙ্গল ভ্রমণ করতে চান, হাতের কাছেই রয়েছে ৬টি অরণ্য
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 23, 2021 | 5:06 PM
পাহাড়-সমুদ্রের মধ্যেই বেড়াতে যাওয়াকে সীমাবদ্ধ না করে চলে যান জঙ্গলে। কলকাতার বাইরেই রয়েছে কিছু জঙ্গল, যেখানে অনায়াসেই ঘুরে আসতে পারেন প্রিয় মানুষটির সঙ্গে। রাতে উপভোগ করতে পারেন জঙ্গলের পরিবেশ।
1 / 7
ডুয়ার্স—অনেকেরই দুর্বলতা ডুয়ার্স। ভুটান ও ভারতের সীমান্তে অবস্থিত। তিস্তার পারে জঙ্গলে প্রায়ই চলে যান ভ্রমণপিপাসু মানুষ।
2 / 7
গঢ় জঙ্গল—কলকাতা শহর থেকে ১৮০ কিলোমটার দূরে দুর্গাপুর জেলায় রয়েছে এই জঙ্গল। দেশের অন্যতম প্রাচীন স্থান। রাজা সুরথের রাজত্ব ছিল সেখানে।
3 / 7
জঙ্গল মানেই হাতছানি। বনে ভ্রমণের মজাই আলাদা।
4 / 7
মহানন্দা অভয়ারণ্য—দার্জিলিংয়ের তিস্তা ও মহানন্দা নদীর মাঝে রয়েছে এই অভয়ারণ্য। ১৯৫৫ সালে খোলা হয়। রয়্যাল বেঙ্গল বাঘ ও বাইসন সংরক্ষণ করা হয় সেখানে।
5 / 7
সোনাঝুরি জঙ্গল—শান্তিনিকেতনের লাগোয়া জঙ্গলটি কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরে। প্রতি শনিবার সেখানে লোকশিল্পের একটি হাট বসে। বহু মানুষের সমাগম হয়। বাউল গান শুনতে ও লোকনৃত্যের সুরে পা মেলাতে যেতেই পারেন।
6 / 7
সুন্দরবন—ইউনোস্কো বলেছে এটি একটি হেরিটেজ স্থান। গঙ্গা, বহ্মপুত্র ও মেঘনা নদীর সংগম স্থল। চারপাশে সুন্দরী গাছের ছড়াছড়ি। ভাগ্য সহায় হলে রয়্যাল বেঙ্গল বাঘের দেখাও মিলতে পারে।
7 / 7
জয়পুর জঙ্গল—কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরে বাঁকুড়া জেলায় রয়েছে এই জঙ্গল। শাল, পলাশ, কুসুম, মহুয়া, নিম গাছে ঘেরা এই জঙ্গলে রয়েছে হরিণ, শিয়াল, হাতি। পেতে পারেন ঐতিহাসিক মন্দিরের খোঁজ।