
ম্যাচের ২৩ মিনিটে রদ্রিগো বেন্তাকুরের পাস থেকে আলেক্স সান্দ্রো জুভেন্তাসের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জুভের হয়ে ব্যবধান বাড়ান পাওলো দিবালা (Paulo Dybala)। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

প্রধমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+১ মিনিটে) ৩-০ করেন আলভারো মোরাতা (Alvaro Morata)।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

গ্রুপ এইচে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করল ম্যাসিমিলিয়ানো আলেগ্রির ছেলেরা। (সৌজন্যে-জুভেন্তাস টুইটার)