TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
May 23, 2023 | 2:20 PM
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, আজ থেকে শুরু হচ্ছে বাংলা বছরের দ্বিতীয় মাস। বৈশাখের পর এবার শুরু হচ্ছে জ্যেষ্ঠ মাস। জ্যোতিষ অনুসারে প্রত্যেক মাসই হিন্দু ধর্মের জন্য গুরুত্বপূর্ণ।
তাই বৈশাখের মতো জ্যৈষ্ঠ মাসও বিশেষ গুরুত্বপূর্ণ। তাই দারিদ্র্য কাটিয়ে উঠতে ও ঋণের বোঝা সরিয়ে ফেলতে এই মাসে এমন কিছু করবেন না, যার জেরে আপনাকে অর্থকষ্টে ভুগতে হতে পারে।
বাংলা ক্যালেন্ডার অনুয়ায়ী, জ্যৈষ্ঠ মাস শুরু হচ্ছে আজ থেকেই। ৬ মে, ২০২৩। এই মাসের এই দিনে এমন কিছু কাজ আছে যা ভুল করেও করা উচিত নয়, না হলে ঘরের আশীর্বাদ চলে যায় এবং দারিদ্র্যের ছায়া থেকে যায়।
শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে একটা নির্দিষ্ট সময়ে ঘুমনো উচিত। শাস্ত্র মতে, এ মাসে দুপুরে ঘুমালে নানা রোগের বাসা বাঁধে। এই মাসে গরমের প্রকোপ বাড়তে পারে।
তাই বাড়ির বাইরে বেশি ঘোরাঘুরি না করাই ভালোই। সূর্যের প্রখর তাপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ঘর থেকে বের হলেই ঠান্ডা পানীয় সঙ্গে রাখুন।
জ্যৈষ্ঠ মাসে বরুণ দেবের পুজো করা হয়। তাই ভুল করেও এই মাসে জলের অপচয় করবেন না। এর জেরে টাকা নষ্ট হতে পারে। টাকাও জলের মতো ব্যয় হয়ে যেতে পারে। এছাড়া দারিদ্র্যও পিছু ছাড়বে না।
জ্যৈষ্ঠ মাসে বেগুন, রসুনের মতো শাকসবজি খাওয়াকে অশুভ বলা হয়। এছাড়াও স্বাস্থ্যের জন্য ভালো নয়। এতে করে পেট সংক্রান্ত সমস্যা হতে শুরু করে।
জ্যৈষ্ঠ মাসে কেউ যদি অন্ন-জল চায়, খালি হাতে ফেরত দেবেন না। এমনটা করলে দেবী লক্ষ্মী ও পূর্বপুরুষরা ক্রুদ্ধ হন। এ কারণে সন্তান ও দাম্পত্য জীবনে দুর্ভোগ পোহাতে হয়।
জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই একে বলা হয় বড় মঙ্গলও। এই পরিস্থিতিতে বিশেষ করে এ মাসের মঙ্গলবারে টাকা ধার দেবেন না। এ দিনে ঋণ দিলে তা ফেরত পাওয়ার সম্ভাবনাও খুবই কম।