Jyeshtha Purnima 2024: সামনেই জ্যৈষ্ঠ পূর্ণিমা! চুম্বকের মতো সংসারে আসবে টাকা-পয়সা, লাল গোলাপের প্রতিকারে সারাবছর মিলবে লক্ষ্মীর আশীর্বাদ

Goddess Lakshmi Blessing: কথিত আছে, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে লক্ষ্মীকে খুশি করে আশীর্বাদ পাওয়াকে খুব শুভ বলে মনে করা হয়। তাই পূর্ণিমা তিথিতে বিশেষ রীতিতে লক্ষ্মীর আরাধনা করা হয়। শুধু তাই নয়, এদিন পুজো করে পুণ্য অর্জনের জন্যও পূর্ণিমা তিথিকে বিশেষ বলে মনে করা হয়। 

| Updated on: Jun 19, 2024 | 5:42 PM
জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ হতেই চলেছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, সামনেই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা। তারপরই শুরু হবে আষাঢ় মাস। পূর্ণিমার সঙ্গে জড়িয়ে রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ। তাই তাঁকে তুষ্ট করতে এদিন বাড়িতে লক্ষ্মী-নারায়ণের পুজো করার রীতি রয়েছে।

জ্যৈষ্ঠ মাস প্রায় শেষ হতেই চলেছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, সামনেই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা। তারপরই শুরু হবে আষাঢ় মাস। পূর্ণিমার সঙ্গে জড়িয়ে রয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ। তাই তাঁকে তুষ্ট করতে এদিন বাড়িতে লক্ষ্মী-নারায়ণের পুজো করার রীতি রয়েছে।

1 / 9
কথিত আছে, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে লক্ষ্মীকে খুশি করে আশীর্বাদ পাওয়াকে খুব শুভ বলে মনে করা হয়। তাই পূর্ণিমা তিথিতে বিশেষ রীতিতে লক্ষ্মীর আরাধনা করা হয়। শুধু তাই নয়, এদিন পুজো করে পুণ্য অর্জনের জন্যও পূর্ণিমা তিথিকে বিশেষ বলে মনে করা হয়। 

কথিত আছে, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে লক্ষ্মীকে খুশি করে আশীর্বাদ পাওয়াকে খুব শুভ বলে মনে করা হয়। তাই পূর্ণিমা তিথিতে বিশেষ রীতিতে লক্ষ্মীর আরাধনা করা হয়। শুধু তাই নয়, এদিন পুজো করে পুণ্য অর্জনের জন্যও পূর্ণিমা তিথিকে বিশেষ বলে মনে করা হয়। 

2 / 9
পূর্ণিমার তিথিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদে সংসার ভরপুর করতে গোলাপের কিছু সহজ প্রতিকার পালন করা উচিত। তাতে অর্থ সংকট কেটে গিয়ে সংসারে চুম্বকের মতো আসে টাকা-পয়সা। 

পূর্ণিমার তিথিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদে সংসার ভরপুর করতে গোলাপের কিছু সহজ প্রতিকার পালন করা উচিত। তাতে অর্থ সংকট কেটে গিয়ে সংসারে চুম্বকের মতো আসে টাকা-পয়সা। 

3 / 9
ক্যালেন্ডার অনুসারে, জ্যৈষ্ঠ পূর্ণিমা ২১ ও ২২জুনে পড়ছে। আসলে, পূর্ণিমা তিথি ২১ জুন সকাল ৬টা ১ মিনিটে শুরু হবে ও ২২ জুন সকাল ৫টা ৭ মিনিটে শেষ হবে। পূর্ণিমা সংক্রান্ত পূজা ও উপবাস পালিত হবে ২১ জুন। 

ক্যালেন্ডার অনুসারে, জ্যৈষ্ঠ পূর্ণিমা ২১ ও ২২জুনে পড়ছে। আসলে, পূর্ণিমা তিথি ২১ জুন সকাল ৬টা ১ মিনিটে শুরু হবে ও ২২ জুন সকাল ৫টা ৭ মিনিটে শেষ হবে। পূর্ণিমা সংক্রান্ত পূজা ও উপবাস পালিত হবে ২১ জুন। 

4 / 9
মনে করা হয়, পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করে পূজা করলে ভক্তদের মনস্কামনা পূরণ হয়। জীবনের কষ্ট ও  সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায়। তাই এদিনে গোলাপের প্রতিকার মেনে চলা অত্যন্ত জরুরি।

মনে করা হয়, পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করে পূজা করলে ভক্তদের মনস্কামনা পূরণ হয়। জীবনের কষ্ট ও  সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায়। তাই এদিনে গোলাপের প্রতিকার মেনে চলা অত্যন্ত জরুরি।

5 / 9
বারবার কঠোর পরিশ্রম করেও যদি ফল না পান, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমায় হাতে তিনটি গোলাপ নিয়ে তিন ঘণ্টা ধরে প্রার্থনা করুন। তারপর সেই গোলাপ জলে ডুবিয়ে দিন। কোনও বাধা ছাড়াই কাজ শেষ করবেন আপনি।

বারবার কঠোর পরিশ্রম করেও যদি ফল না পান, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমায় হাতে তিনটি গোলাপ নিয়ে তিন ঘণ্টা ধরে প্রার্থনা করুন। তারপর সেই গোলাপ জলে ডুবিয়ে দিন। কোনও বাধা ছাড়াই কাজ শেষ করবেন আপনি।

6 / 9
আর্থিক সীমাবদ্ধতার কারণে সমস্যায় পড়ে থাকেন বা ঋণের বোঝা বেড়ে যায়, তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন প্রতিটি কোণে একটি করে সাদা কাপড়ে ৫টি লাল গোলাপ বেঁধে রাখুন। পঞ্চম গোলাপটি মাঝখানে রেখে বেঁধে দিন। তারপর নদীতে ভাসিয়ে দিন। 

আর্থিক সীমাবদ্ধতার কারণে সমস্যায় পড়ে থাকেন বা ঋণের বোঝা বেড়ে যায়, তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন প্রতিটি কোণে একটি করে সাদা কাপড়ে ৫টি লাল গোলাপ বেঁধে রাখুন। পঞ্চম গোলাপটি মাঝখানে রেখে বেঁধে দিন। তারপর নদীতে ভাসিয়ে দিন। 

7 / 9
বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে পূর্ণিমা তিথিতে লাল রঙের গোলাপ নিবেদন করে দেবী লক্ষ্মীর পূজা করুন। তাতে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে প্রচুর আশীর্বাদ বর্ষণ করেন। 

বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে পূর্ণিমা তিথিতে লাল রঙের গোলাপ নিবেদন করে দেবী লক্ষ্মীর পূজা করুন। তাতে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে প্রচুর আশীর্বাদ বর্ষণ করেন। 

8 / 9
জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে একটি রূপোর পাত্রে কর্পূর ও কিছু লাল গোলাপের পাপড়ি জ্বালিয়ে দিন। দেবী লক্ষ্মীর সামনে রেখে নিজের সমস্যা দূর করার জন্য প্রার্থনা করুন।

জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে একটি রূপোর পাত্রে কর্পূর ও কিছু লাল গোলাপের পাপড়ি জ্বালিয়ে দিন। দেবী লক্ষ্মীর সামনে রেখে নিজের সমস্যা দূর করার জন্য প্রার্থনা করুন।

9 / 9
Follow Us:
তিলোত্তমাদের নিয়ে ছবির জের, সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক
তিলোত্তমাদের নিয়ে ছবির জের, সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক
আপনার হাতে হঠাৎই কয়েক কোটি টাকা চলে আসতে পারে! কীভাবে জানেন?
আপনার হাতে হঠাৎই কয়েক কোটি টাকা চলে আসতে পারে! কীভাবে জানেন?
চেহারা নিয়ে প্রশ্ন, ঐশ্বর্যকে নিয়ে নতুন তথ্য সামনে
চেহারা নিয়ে প্রশ্ন, ঐশ্বর্যকে নিয়ে নতুন তথ্য সামনে
উত্‍সবের মরসুমে ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার ব্যবসার সম্ভাবনা
উত্‍সবের মরসুমে ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার ব্যবসার সম্ভাবনা
ভারতীয় সেনার তরোয়াল বল্লমের বিপক্ষে মেশিনগান, এক অসম যুদ্ধ জয়ের গল্প
ভারতীয় সেনার তরোয়াল বল্লমের বিপক্ষে মেশিনগান, এক অসম যুদ্ধ জয়ের গল্প
কেমন আছেন মনোজ মিত্র, দাদা কে নিয়ে মুখ খুললেন ভাই অমর মিত্র
কেমন আছেন মনোজ মিত্র, দাদা কে নিয়ে মুখ খুললেন ভাই অমর মিত্র
সাইলেন্ট প্যানডেমিকের কবলে, উজাড় হয়ে যেতে পারে পাকিস্তান!
সাইলেন্ট প্যানডেমিকের কবলে, উজাড় হয়ে যেতে পারে পাকিস্তান!
Manoj Mitra: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে মনোজ মিত্র, এখন কেমন আছেন?
Manoj Mitra: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে মনোজ মিত্র, এখন কেমন আছেন?
Pujarini Ghosh: হাসপাতালে অভিনেত্রী পূজারিণী ঘোষ, কী হয়েছে তাঁর?
Pujarini Ghosh: হাসপাতালে অভিনেত্রী পূজারিণী ঘোষ, কী হয়েছে তাঁর?
সন্দেশখালি থেকে বগটুই, প্রশাসন ব্যর্থ, আদালতের প্রায়শ্চিত্ত!
সন্দেশখালি থেকে বগটুই, প্রশাসন ব্যর্থ, আদালতের প্রায়শ্চিত্ত!