
দিদি রুবিনার পোশাকেই নিজেকে সাজিয়েছেন জ্যোতিকা।

ওই একই পোশাকে এর আগে ছবি আপলোড করেছিলেন রুবিনাও।

অন্যদিকে রুবিনা যে পোশাক পরেছিলেন তা আগে এক অনুষ্ঠানে পরতে দেখা গিয়েছিল জ্যোতিকাকে।

দিদির সঙ্গে জ্যোতিকার সম্পর্ক বন্ধুর মতো। তাঁর বিশেষ দিন মুম্বই থেকে উড়ে গিয়েছিলেন জামাইবাবু অভিনব ও দিদি। তাঁর বিয়ের ছবি এখন রীতিমতো ভাইরাল।

রজতের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। জ্যোতিকা পেশায় কনটেন্ট ক্রিয়েটার। রজত ব্যবসায়ী একই সঙ্গে জ্যোতিকার কন্টেন্টেও দেখা যায় তাঁকে।

দিন কয়েক আগেই প্রেমিক রজত শর্মার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ রুবিনা দিলায়েকের ছোট বোন জ্যোতিকা দিলায়েক। বিশেষ দিনে তিনি নিজেকে সাজিয়েছেন বিশেষ ভাবে। আর তাতেই নেটিজেনরা খুঁজে পেয়েছেন আশ্চর্য এক মিল।
