Monsoon Special: গলা ব্যথা থেকে পেট খারাপ! বর্ষায় সুস্থ থাকতে সেলেবদেরও প্রথম পছন্দ বাংলার এই টক ফল
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 02, 2022 | 12:24 PM
Health benefits of Star Fruit: সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি, মেঘলা আকাশ, ভ্যাপসা গরমের জেরে অতিষ্ঠ সকলেই। আবহাওয়ার খামখেয়ালিতে ছোট থেকে বড় , সকলেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। ফলে বারে বারে অসুস্থ হওয়ার প্রবণতা বেড়েই চলেছে।
1 / 9
আবহাওয়া পরিবর্তনের জন্য বারে বারে অসুস্থ হওয়ার প্রবণতা আটকাতে মরসুমি খাবার খাওয়া সবচেয়ে ভাল। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে ও বৃদ্ধিও করে।
2 / 9
কামরাঙা বা স্টার ফ্রুট সকলেরই চেনা। এই টক জাতীয় ফলটি ক্যারামবোলা নামেও পরিচিত। এর পিছনে রয়েছে সহজ তথ্য। কারণ এই ফলটি কাটার পরই তারার মত আকৃতি তৈরি হয়।
3 / 9
এর স্বাদ বেশ টক। স্টার ফ্রুট অত্যন্ত রসাল ও স্বাস্থ্যের জন্য উপকারীও বটে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট। এই বৈশিষ্ট্যের কারণে বর্ষার সময় প্রতিদিনের ডায়েটে রাখলে বিশেষ উপকার পাবেন।
4 / 9
সংক্রমণ ঠেকাতে কামরাঙার মধ্যে রয়েছে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ ফল। এই বিশেষ ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, তাতে সংক্রমণ সৃষ্টিকারী ফ্রি-র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে।
5 / 9
শরীরের অস্বস্তিকর ভাব ও অসুস্থ কাটাতে কামরাঙা ফল রাখুন রোজের পাতে।
6 / 9
এতে রয়েছে যথেষ্ট প্রয়োজনীয় পুষ্টিকর যৌগ। তাই স্টার ফ্রুট মেটাবলিজম উচ্চ রাখতে সাহায্য করে ও ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।
7 / 9
স্টার ফল রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। হার্টকে সুস্থ রাখতেও সাহায্য করে।
8 / 9
বর্ষার মরসুমে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা হয়। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমটরি বৈশিষ্ট্য, তার কারণে শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিত্সায় দারুণ কার্যকরী। গলা ব্যথা ও সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করতে কামরাঙা ফল খান।
9 / 9
এতে রয়েছে ভরপুর ফাইবার। হজম শক্তি উন্নত করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, পেট ফোলাভাব দূর করতেও সাহায্য করে।