Kangana Ranaut Birthday: কোন-কোন ঘটনায় শিরোনামে কঙ্গনা? জন্মদিনে ফিরে দেখা বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইনকে
TV9 Bangla Digital | Edited By: megha
Mar 23, 2022 | 11:08 AM
Kangana Ranaut: ৩৫-এ পা দিলেন বলিউডের 'কন্ট্রোভার্সি ক্যুইন' কঙ্গনা রানাওয়াত। বিতর্ক যেন পিছু ছাড়েনা নায়িকার। কোন কোন বিতর্কের জেরে বার বার নায়িকা উঠে এসেছে শিরোনামে, দেখে নিন এক নজরে...
1 / 8
হৃতিক রোশনের সঙ্গে কোনও প্রেমের সম্পর্ক কোনওদিন ছিল কি না জানা যায়নি। তবে কঙ্গনা দাবি করেন যে, কৃশ ৩-এর শুটিংয়ের সময় হৃতিককে ডেট করেছিলেন তিনি। যদিও হৃত্বিক এই ধরনের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৩ সালে এটি একটি বড় আলোচিত বিষয়ে হয়ে দাঁড়ায়।
2 / 8
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে গোটা বলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। সুশান্তের আত্মহত্যাকে 'মার্ডার' হিসাবে ব্যাখ্যা করেছিলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন।
3 / 8
নেপোটিজ়মের বিরুদ্ধে মন্তব্য দেওয়ার জন্য বার বার বিতর্কে জড়াতে হয়েছে কঙ্গনাকে। করণ জোহারের বিরুদ্ধে নানা মন্তব্য করেন তিনি। 'মণিকর্ণিকা'-র সাফল্যের পর আলিয়া ভাটের থেকে কোনও প্রতিক্রিয়া না-পাওয়া আলিয়াকে 'করণের পুতুল' বলেন তিনি। এমনকি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' মুক্তির আগেও আলিয়ার বিরুদ্ধে নানা মন্তব্য করেছিলেন কঙ্গনা। কিন্তু ছবি মুক্তির পর পাল্টে ফেলেন নিজের মত।
4 / 8
এক ইন্টারভিউতে স্বরা ভাস্কর এবং তাপসী পান্নুকে বি-গ্রেড অভিনেত্রী বলে অভিহিত করেছিলেন কঙ্গনা। এর জেরেও বিতর্কের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
5 / 8
কুরুচিকর মন্তব্য আর টুইটের জেরে বার বার বিতর্কিতের মুখে পড়েন কন্ট্রোভার্সি ক্যুইন। যদিও এর জেরে ব্যান করে দেওয়া হয় কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট। দীপিকা পাডুকোন তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বললে সেখানেও তাঁকে কটাক্ষ করে টুইট করেন কঙ্গনা। তিনি টুইটে লেখেন যে ধনী স্টার-কিডরা মাদক আসক্ত।
6 / 8
কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করতে পিছপা হননি কঙ্গনা। দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলে তোপ দাগিয়েছিলেন। এমনকি কৃষকদের ওই আন্দোলনকে 'খালিস্তানি আন্দোলন'-ও বলেছিলেন তিনি। এর জেরেও শিরোনামে উঠে আসেন নায়িকা।
7 / 8
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফলাফল বের হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইনস্টাগ্রামে একাধিকবার কুরুচিকর মন্তব্য পোস্ট করেন কঙ্গনা। এমনকি রাবণের সঙ্গে তুলনা করে সরাসরি 'রাক্ষসী' অ্যাখ্যা দেন তিনি।
8 / 8
এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত বলেন যে ১৯৪৭ সালে ভিক্ষা করে স্বাধীনতা অর্জিত হয়। প্রকৃত স্বাধীনতা লাভ হয় ২০১৪ সালে যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে। এরপর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হন অভিনেত্রী।