
অ্যাসিড আক্রান্তের ভয়ানক ও নোংরা অপরাধ চোখের সামনে ঘটতে দেখেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি দিল্লিনিবাসী ১৭ বছরের এক তরুণীর অ্যাসিড আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় অতীতে ফিরলেন কঙ্গনা।

ঝড়ের গতিতে ভাইরাল কঙ্গনা রানাওয়াতের পোস্ট। যেখানে তিনি স্পষ্ট বলেছেন, আমি যখন টিনএজার ছিলাম, তখন আমার দিদি রঙ্গোলি চান্দেলের উপর অ্যাসিড আক্রমণ ঘটে।

মোট ৫২টি অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁকে। যে মানসিক ও শারীরিক যন্ত্রণার শিকার হয়েছিলেন রঙ্গোলি, তা প্রতিনিয়ত দেখেছিলেন কঙ্গনা রানাওয়াত। পরিবারকেও তখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়।

কঙ্গনা নিজেও তখন মনোচিকিৎসকের সাহায্য নিয়েছিলেন। তিনি জানান, তাঁর পাশ দিয়ে অচেনা-অজানা কেউ গেলেই তিনি ভয় পেতেন, হয়তো তাঁকেও আক্রমণ করা হবে। কোনও বাইক বা গাড়ি গেলেও ভয় পেতেন তিনি।

এই সমস্যার কোনও শেষ নেই। কঙ্গনার কথায়, সরকারের উচিত কঠিন পদক্ষেপ করা। বিভিন্ন সামাজিক ঘটনাকে কেন্দ্র করে কঙ্গনা রানাওয়াত বরাবরই সোশ্যাল মিডিয়ায় সরব হন।

মঙ্গলবার (১৩.১২.২০২২) মাস্ক পরা দুই বাইক আরোহী এক দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে অ্যাসিড ছুড়ে মারে। বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন সেই তরুণী। এই খবর চোখে পড়ার পরই মুখ খোলেন বলিউড স্টার কঙ্গনা রানাওয়াত।