Kanyashree Cup 2022: ৩ প্রধানকে ছাড়াই শুরু কন্যাশ্রী কাপ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 21, 2022 | 8:09 PM

আজ, সোমবার থেকে শুরু হল কন্যাশ্রী কাপ (Kanyashree Cup)। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন্যাশ্রী কাপের উদ্বোধন। ৩ প্রধানকে ছাড়াই শুরু হল কন্যাশ্রী কাপ। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ৩ প্রধানের কর্তারা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁদনী স্পোর্টিং আর এসএসবি উইমেন্স ফুটবল দল। এ দিনের ম্যাচে ৬-০ গোলে চাঁদনী স্পোর্টিংকে হারায় এসএসবি।

1 / 4
সোমবার থেকে শুরু কন্যাশ্রী কাপ (Kanyashree Cup)। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন্যাশ্রী কাপের উদ্বোধন। (ছবি-আইএফএ)

সোমবার থেকে শুরু কন্যাশ্রী কাপ (Kanyashree Cup)। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন্যাশ্রী কাপের উদ্বোধন। (ছবি-আইএফএ)

2 / 4
৩ প্রধানকে ছাড়াই শুরু কন্যাশ্রী কাপ। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ৩ প্রধানের কর্তারা। (ছবি-আইএফএ)

৩ প্রধানকে ছাড়াই শুরু কন্যাশ্রী কাপ। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ৩ প্রধানের কর্তারা। (ছবি-আইএফএ)

3 / 4
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁদনী স্পোর্টিং আর এসএসবি উইমেন্স ফুটবল দল। (ছবি-আইএফএ)

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁদনী স্পোর্টিং আর এসএসবি উইমেন্স ফুটবল দল। (ছবি-আইএফএ)

4 / 4
ম্যাচে ৬-০ গোলে চাঁদনী স্পোর্টিংকে হারায় এসএসবি। জোড়া গোল করে ম্যাচের সেরা রঞ্জিতা দেবী।(ছবি-আইএফএ)

ম্যাচে ৬-০ গোলে চাঁদনী স্পোর্টিংকে হারায় এসএসবি। জোড়া গোল করে ম্যাচের সেরা রঞ্জিতা দেবী।(ছবি-আইএফএ)

Next Photo Gallery