TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jan 25, 2023 | 5:16 PM
বলিউডে প্রায় দুই দশক ধরে রাজত্ব করছেন অভিনেত্রী করিনা কাপুর। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা ছবি থেকে শুরু করে লুক। সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় নন তিনি।
তবে একাধিক বিগ বাজেট হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। কাপুর পরিবারের অন্যতম অভিনেত্রী, করিশ্মা কাপুরকে দেখেই তিনি প্রথম স্থির করেছিলেন অভিনয় করবেন।
তবে কোথাও গিয়ে কি নিজের সেই পেশাকেই এবার বড় করে দেখাতে গিয়ে ভক্তদের ছোট করে বসলেন করিনা কাপুর। সম্প্রতি এমনই একটি মন্তব্য ঘিরে সমস্যায় পড়লেন করিনা।
বয়কট বলিউড ট্রেন্ড প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, 'আমি আসব মানি না। যদি সত্যি এমনটা ঘটে তবে কীভাবে আমরা বিনোদন পাব?'
এখানেই শেষ নয়, তিনি আরও জানান, 'কীভাবে আপনি আপনার জীবনে সুখ-খুশি খুঁজে পাবেন? যেটা সকলের কাছে প্রয়োজনীয় বলেই আমি মনে করি। যে কাজটার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ সিনেমা।'
'যে কাজ (বিনোদন দেওয়া) আমরা সর্বদাই করে থাকি, প্রতিটা ছবি সর্বদাই করে থাকে। যদি ছবিই না হয়, তবে বিনোদন কীভাবে মিলবে?' এই প্রশ্ন তুলেই বিপাকে করিনা কাপুর। নেটিজ়েনরা স্পষ্ট বুঝিয়ে দিলেন, বিনোদনের জন্য কেবল ছবির ওপর সাধারণ মানুষ নির্ভরশীল নন।