Kareena Kapoor Khan: একাধিক হিট ছবিতে ‘না’ দিয়েই কেরিয়ার শুরু করিনার
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jul 03, 2022 | 7:03 PM
Kareena Kapoor Khan: হৃত্বিক নয়, অভিষেক বচ্চনের সঙ্গে ‘রিফিউজি’ ছবি দিয়ে শুরু কেরিয়ার, তবে প্রথম থেকেই করিনা ছেড়েছেন বেশ কয়েকটি ছবি, যা হয়েছে ব্লক বাস্টার।
1 / 7
করিনা কাপুর খানের কেরিয়ার শুরু ‘রিফিউজি’ ছবি দিয়ে। তবে এটা নয়, অন্য আর একটি ছবি দিয়ে হতে পারত শুরু, কিন্তু ছেড়ে দিয়েছিলেন সেই ছবি। শুধু সেই প্রথম ছবি নয়, আরও অনেক ছবি নানা কারণে তিনি ছেড়েছিলেন। সেই সব ছবি হয়েছে ব্লকবাস্টার হিট।
2 / 7
‘কহো না প্যায়ার হ্যায়’ হতে পারত করিনার প্রথম ছবি। কিন্তু তিনি নবাগত হৃত্বিক রোশন নন, অমিতাভ বচ্চন পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে নিজের কেরিয়ার শুরু করবেন বলেই ঠিক করেন। তবে এটা অবশ্য জনসমক্ষে মানতে নারাজ সইফ পত্নী।
3 / 7
জোয়া আখতারের ‘দিল ধড়কনে দো’ ছবির প্রস্তাব প্রথমে ছিল করিনার কাছে। কিন্তু সেই ছবি করেননি। পরে এই নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, এটা তাঁর জন্য বড় ক্ষতি। জোয়াকে তিনি ভালবাসেন। কিন্তু সেই সময় ওই ছবি করতে পারেননি। তবে তিনি আশা রাখেন পরে অন্য কোনও ছবিতে তিনি জোয়ার সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।
4 / 7
‘কুইন’ ছবির প্রস্তাব কঙ্গনা রানাওয়াতের কাছে যাওয়ার আগে যায় করিনার কাছে। কিন্তু তিনি না করে দেন। সেই ছবি ব্লক বাস্টার হিট করে। এই নিয়ে কোনও আক্ষেপ আছে কি না পরবর্তী কালে তাঁর কাছে জানতে চাওয়া হলে, তিনি জানিয়েছিলেন পিছনে ফিরে থাকতে পছন্দ করেন না।
5 / 7
সঞ্জয়লীলা বনশালীর ‘রামলীলা’ ছবির প্রথম প্রস্তাব ছিল করিনার কাছে। কিন্তু তিনি অন্য একটি ছবিতে সাইন করার জন্য এই ছবিকে ‘না’ করেন। পরে অবশ্য এই নিয়ে নিজের আক্ষেপও প্রকাশ করেছিলেন তিনি।
6 / 7
ডেটের সমস্যার জন্য করিনা আরও একটি ব্লক বাস্টার হিট ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। ছবির নাম ‘ফ্যাশন’। মধুর ভান্ডারকর পরিচালিত ছবি এই ছবিতে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কঙ্গনা রানাওয়াত।
7 / 7
আমির খানের সঙ্গে ‘তালাশ’ ছবির কাজে ব্যস্ত থাকায় শাহরুখ খানের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে রোহিত শেট্টিকে না বলেন করিনা। এরপর ছবির নাকিয়া হন দীপিকা পাডুকোণ। আর সেই ছবি ব্লক বাস্টার হিটও করে।