Kareena Kapoor Khan Fashion: করিনার সাম্প্রতিক ক্যাজুয়াল ড্রেসের ছবি নিয়ে শোরগোল নেটপাড়ায়, দেখে নিন তার কিছু ঝলক…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 08, 2022 | 10:15 AM

প্রতিদিনের পোশাকে ঢিলেঢালা পরতে পছন্দ করেন অভিনেত্রী করিনা কাপুর খান। রেড কার্পেটে তাঁর লুক যেমন চর্চায় থাকে, তেমনি অভিনেত্রীর নিত্য দিনের পোশাক নিয়ে চর্চার শেষ নেই।

1 / 5
বুধবার রাতে ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রার বান্দ্রার বাড়িতে প্রবেশ করতে গিয়ে পাপারাৎজির লেন্সবন্দি হন করিনা।

বুধবার রাতে ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রার বান্দ্রার বাড়িতে প্রবেশ করতে গিয়ে পাপারাৎজির লেন্সবন্দি হন করিনা।

2 / 5
এদিন কালো ব্যালেন্সিয়াগার টি-শার্টে ধরা দিয়েছিলেন বলি সুন্দরী। হট প্যান্টের সঙ্গে পায়ে সাদা স্নিকার্স পরেছিলেন তিনি।

এদিন কালো ব্যালেন্সিয়াগার টি-শার্টে ধরা দিয়েছিলেন বলি সুন্দরী। হট প্যান্টের সঙ্গে পায়ে সাদা স্নিকার্স পরেছিলেন তিনি।

3 / 5
হাতে গোল্ডেন রঙের ব্যাগ নিয়েছিলেন অভিনেত্রী।

হাতে গোল্ডেন রঙের ব্যাগ নিয়েছিলেন অভিনেত্রী।

4 / 5
অভিনেত্রীর পরনে টি-শার্টের নাম ‘Retail Therapy Medium Fit T-Shirt’। যার মূল্য ভারতীয় মুদ্রায় ৪০ হাজার ৯২৮ টাকা।

অভিনেত্রীর পরনে টি-শার্টের নাম ‘Retail Therapy Medium Fit T-Shirt’। যার মূল্য ভারতীয় মুদ্রায় ৪০ হাজার ৯২৮ টাকা।

5 / 5
ক্যাজুয়াল আউফিটেও ফ্য়াশনিস্তা করিনা কাপুর খান।

ক্যাজুয়াল আউফিটেও ফ্য়াশনিস্তা করিনা কাপুর খান।

Next Photo Gallery