বুধবার রাতে ফ্য়াশন ডিজাইনার মণীশ মালহোত্রার বান্দ্রার বাড়িতে প্রবেশ করতে গিয়ে পাপারাৎজির লেন্সবন্দি হন করিনা।
এদিন কালো ব্যালেন্সিয়াগার টি-শার্টে ধরা দিয়েছিলেন বলি সুন্দরী। হট প্যান্টের সঙ্গে পায়ে সাদা স্নিকার্স পরেছিলেন তিনি।
হাতে গোল্ডেন রঙের ব্যাগ নিয়েছিলেন অভিনেত্রী।
অভিনেত্রীর পরনে টি-শার্টের নাম ‘Retail Therapy Medium Fit T-Shirt’। যার মূল্য ভারতীয় মুদ্রায় ৪০ হাজার ৯২৮ টাকা।
ক্যাজুয়াল আউফিটেও ফ্য়াশনিস্তা করিনা কাপুর খান।