Bangla News Photo gallery Karim Benzema crowned the 2022 Ballon d’Or, Here's full list of all winners during the awards ceremony
Ballon d’Or: ব্যালন ডি’অর উঠল বেঞ্জেমার হাতে, লেওয়ানডস্কি পেলেন কোন পুরস্কার?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Oct 18, 2022 | 11:53 AM
প্যারিসে অনুষ্ঠিত হল ৬৬তম ব্যালন ডি’অর। ফুটবলের এই অনুষ্ঠান ঘিরে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠান সঞ্চালনা করলেন দিদিয়ের দ্রোগবা এবং ফরাসি টেলিভিশন অ্যাঙ্কর স্যান্ডি হেরিবার্ট। গত মরসুমের পারফরম্যান্সের ভিত্তিতে এ বার ব্যালন ডি’অর (Ballon D’Or 2022) দেওয়া হয়েছে। পুরুষ বিভাগে ব্যালন ডি’অর জিতলেন করিম বেঞ্জেমা (Karim Benzema) এবং মহিলা ফুটবলারদের মধ্যে এই অ্যাওয়ার্ড পেলেন অ্যালেক্সিয়া পুতেয়াস (Alexia Putellas)।
1 / 7
প্যারিসে অনুষ্ঠিত হল ৬৬তম ব্যালন ডি’অর। ফুটবলের এই অনুষ্ঠান ঘিরে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠান সঞ্চালনা করলেন দিদিয়ের দ্রোগবা এবং ফরাসি টেলিভিশন অ্যাঙ্কর স্যান্ডি হেরিবার্ট। গত মরসুমের পারফরম্যান্সের ভিত্তিতে এ বার ব্যালন ডি’অর (Ballon D’Or 2022) দেওয়া হয়েছে।
2 / 7
পুরুষ বিভাগে ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদের তারকা করিম বেঞ্জেমা (Karim Benzema)। পঞ্চম ফরাসি ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন বেঞ্জেমা। তাঁর হাতে এই পুরস্কার তুলে দিলেন ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান।
3 / 7
মহিলা ফুটবলারদের মধ্যে এই অ্যাওয়ার্ড পেলেন অ্যালেক্সিয়া পুতেয়াস (Alexia Putellas)। স্পেনের জাতীয় দলের হয়ে খেলা এবং বার্সেলোনার এই ফুটবলারের হাতে পুরস্কার তুলে দিলেনন আন্দ্রে শেভচেঙ্কো।
4 / 7
বর্ষসেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বার্সার গাবি। টানা দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন বার্সেলোনার কোনও ফুটবলার। ১৮ বছরের বার্সেলোনা তথা স্পেনের মিডফিল্ডার গাবির হাতে পুরস্কার তুলে দিলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও।
5 / 7
ব্যালন ডি'অর এর দৌড়ে ছিলেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিও। তবে তিনি পেলেন অন্য পুরস্কার। দেশ এবং ক্লাবের হয়ে এক মরসুমে সর্বাধিক গোলদাতার জন্য গত বছর থেকে গার্ড মুলার ট্রফি দেওয়া শুরু করেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। এ বারও এই পুরস্কার জিতলেন বার্সা তারকা রবার্ট লেওয়ানডস্কি। গত মরসুমে ৫৭ টি গোল করেছিলেন লেওয়ানডস্কি।
6 / 7
এ বার ব্যালন ডি'অর কর্তৃপক্ষ সক্রেটিস ট্রফি যোগ করেছে। সামাজিক, আর্থিক এবং নানা বাধা বিপত্তি পেরিয়ে যারা ফুটবলকে এগিয়ে নিয়ে যান, এ বারই তাঁদের জন্যই এই পুরস্কার দেওয়া হয়েছে। কিংবদন্তি ফুটবলার সক্রেটিসের ভাই তথা পিএসজির প্রাক্তন মিডফিল্ডার রাই এই পুরস্কার তুলে দেন। এ বারই এই পুরস্কার প্রথম দেওয়া হল। আর এই পুরস্কার জিতলেন সেনেগাল তারকা সাদিও মানে।
7 / 7
কিংবদন্তি লেভ ইয়াসিন নামাঙ্কিত সেরা গোলকিপারের পুরস্কার জিতলেন করিম বেঞ্জেমার রিয়াল মাদ্রিদের সতীর্থ থিবো কুর্তোয়া (Thibaut Courtois)।