
ম্যাচের ৩৯ মিনিটে নেইমারের পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। (ছবি-পিএসজি টুইটার)

প্রথমার্ধের শেষে এমবাপের একমাত্র গোলে এগিয়ে ছিল মেসিরা। (ছবি-পিএসজি টুইটার)

দ্বিতীয়ার্ধে ১৭ মিনিটের মধ্যে (৬১ মিনিট, ৭৬ মিনিট ও ৭৮ মিনিট) হ্যাটট্রিক পূর্ণ করে পিএসজির শেষ আটে ওঠা আটকে দেন করিম বেঞ্জেমা। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

রিয়ালের ঘরের মাঠে গোলের দেখা পাননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

বেঞ্জেমার হ্যাটট্রিকই চুরমার করে দিল চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সফর। (ছবি-পিএসজি টুইটার)