‘দিল তো পাগল হ্যায়’। ১৯৯৭-এ মুক্তি পেয়েছিল শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুর অভিনীত এই ছবি। কিন্তু প্রথমে এই ছবি থেকে নাকি বাদ পড়েছিলেন করিশ্মা। সদ্য ‘সুপার ডান্সার ফোর’-র মঞ্চে গিয়ে সেই পুরনো কথা শেয়ার করেছেন করিশ্মা।
করিশ্মার চরিত্রের নাম ছিল ‘নিশা’। কিন্তু তিনি নাকি প্রাথমিক ভাবে মাধুরী দীক্ষিতের জন্য বাদ পড়েছিলেন। এ কথা স্বীকার করে নিয়েছেন করিশ্মা নিজেই।
মাধুরী অভিনয় ছাড়াও নৃত্যশিল্পী হিসেবে যথেষ্ট জনপ্রিয়। এই ছবিতে নাচের একটা বড় ভূমিকা ছিল। মাধুরীর সঙ্গে নাচে প্রতিযোগিতায় হেরে যাবেন বলে নাকি ভয় পেয়েছিলেন করিশ্মা।
করিশ্মার কথায়, “আমি যে চরিত্রে অভিনয় করেছিলাম, তা বহু নায়িকা বাতিল করে দিয়েছিল। ওটা একটা নাচের ছবি। আর মাধুরীর বিপরীতে নাচতে কেউ রাজি হননি। আমিও প্রথমে মাধুরীর বিপরীতে নাচতে হবে বলেই পিছিয়ে গিয়েছিলাম।”
করিশ্মা আরও জানান, যশ চোপড়া এবং আদিত্য চোপড়া আলাদা করে তাঁকে চিত্রনাট্য বুঝিয়েছিলেন। তখন তিনি কাজটা করতে রাজি হয়েছিলেন।
করিশ্মার মা ববিতাও নাকি তাঁকে বিষয়টা চ্যালেঞ্জ হিসেবে নিতে বলেছিলেন। মাধুরীর অনুরাগী হিসেবে করিশ্মার কাছে ওই ছবিতে অভিনয় যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল।
বক্স অফিস সফল ওই ছবিতে মাধুরীর পাশাপাশি করিশ্মার কাজেরও প্রশংসা হয়েছিল বিভিন্ন মহলে।