Bhool Bhulaiya 2: বলিউডের তুরুপের তাস ‘ভুল ভুলাইয়া ২’, প্রি-বুকিংয়ে ঝড়, টিকিট পাবেন তো?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 19, 2022 | 8:07 PM

Pre-Booking: আনিস বামজ়ি পরিচালিত ছবিটি নিয়ে তৈরি হয়েছে বহু প্রত্যাশা। বলিউড ছবির ভবিষ্যৎ ফেরাবে এই ছবি। তেমনটাই প্রত্যাশা করছেন সকলে।

1 / 6
২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ভুল ভুলাইয়া ২'।

২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ভুল ভুলাইয়া ২'।

2 / 6
ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানী, তব্বু, সঞ্জয় মিশ্র, রাজপাল যাদবের মতো তারকারা।

ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানী, তব্বু, সঞ্জয় মিশ্র, রাজপাল যাদবের মতো তারকারা।

3 / 6
অক্ষয় কুমার, বিদ্যা বালন, সাইনি আহুজা অভিনীত 'ভুল ভুলাইয়া'র সাফল্যকে কতখানি ছুঁতে পারবে এই ছবি তাই নিয়ে এখন থেকেই আলোচনা তুঙ্গে। কিন্তু তাতে কী! এখন থেকেই প্রি বুকিং হয়েছে ছবির প্রদর্শনীর।

অক্ষয় কুমার, বিদ্যা বালন, সাইনি আহুজা অভিনীত 'ভুল ভুলাইয়া'র সাফল্যকে কতখানি ছুঁতে পারবে এই ছবি তাই নিয়ে এখন থেকেই আলোচনা তুঙ্গে। কিন্তু তাতে কী! এখন থেকেই প্রি বুকিং হয়েছে ছবির প্রদর্শনীর।

4 / 6
আনিস বামজ়ি পরিচালিত ছবিটি নিয়ে তৈরি হয়েছে বহু প্রত্যাশা। বলিউড ছবির ভবিষ্যৎ ফেরাবে এই ছবি। তেমনটাই প্রত্যাশা করছেন সকলে।

আনিস বামজ়ি পরিচালিত ছবিটি নিয়ে তৈরি হয়েছে বহু প্রত্যাশা। বলিউড ছবির ভবিষ্যৎ ফেরাবে এই ছবি। তেমনটাই প্রত্যাশা করছেন সকলে।

5 / 6
আনিস বামজ়ি পরিচালিত ছবিটি নিয়ে তৈরি হয়েছে বহু প্রত্যাশা। বলিউড ছবির ভবিষ্যৎ ফেরাবে এই ছবি। তেমনটাই প্রত্যাশা করছেন সকলে।

আনিস বামজ়ি পরিচালিত ছবিটি নিয়ে তৈরি হয়েছে বহু প্রত্যাশা। বলিউড ছবির ভবিষ্যৎ ফেরাবে এই ছবি। তেমনটাই প্রত্যাশা করছেন সকলে।

6 / 6
হিন্দিভাষী এলাকায় ছবির প্রদর্শনী নিয়ে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে।

হিন্দিভাষী এলাকায় ছবির প্রদর্শনী নিয়ে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে।

Next Photo Gallery