TV9 Bangla Digital | Edited By: megha
Dec 22, 2021 | 5:49 PM
শীতের ডেস্টিনেশন হিসাবে ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয় কাশ্মীর। এই সময় ছবির মত মনোরম লাগে কাশ্মীরকে। ছবি সৌজন্যে- GettyImages
শীতে বরফের সাদা চাদরে ঢেকে থাকে কাশ্মীর। এই দৃশ্য দেখা যায় কাশ্মীরের বেতাব ভ্যালি থেকে শুরু করে গুলমার্গে। ছবি সৌজন্যে- GettyImages
এমনকি এই সময় ডাল লেকের জল বরফে পরিণত হয়। আর এই ফ্রোজেন ডাল লেকের পাশে বসে কফির কাপে চুমুক দিতে কার না ভাল লাগে বলুন তো! ছবি সৌজন্যে- GettyImages
বরফ তো আছে, তার সঙ্গে তুষারপাতের দৃশ্যও দেখা যায় এই উপত্যকায়। কাছের মানুষকে নিয়ে যদি ভূস্বর্গে তুষারপাত দেখতে চান, তাহলে আর দেরি করবেন না যেন! ছবি সৌজন্যে- GettyImages
বছরের অন্যান্য সময়ে সাইটসিনে গেলে যে দৃশ্য ধরে পড়ে কাশ্মীরের, শীতে তা পুরোটাই সাদায় পরিণত হয়। এমন দৃশ্য দেখার জন্য আপনি গুলমার্গে রোপয়ে চড়তে পারেন। ছবি সৌজন্যে- GettyImages
অন্যান্য সময়ের তুলনায় শীত কাশ্মীর আপনাকে আরেকটি অ্যাডভেঞ্চারমূলক কাজ করা অভিজ্ঞতা দেয়। তা হল স্কিং। গুলমার্গে বরফের ওপর আপনি স্কিং করতে পারেন। ছবি সৌজন্যে- GettyImages