Rajasthan: রাজস্থানের এই বিলাসবহুল দূর্গেই হবে ভিকি-ক্যাটসের বিয়ে! দেখুন ছবিতে…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 30, 2021 | 7:24 PM

বলিউডে এখন এই দুই লাভবার্ডসকে নিয়ে তুমুল চর্চা। শোনা যাচ্ছে নাকি, দুজনে রোকাও সেরে ফেলেছেন। এবার শুধু বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের খবর নিয়ে ফ্যানেদের কৌতূহলের শেষ নেই।

1 / 9
বাগদানের খবর ইন্টারনেটে ছড়িয়ে গেলেও কোনও তরফ থেকেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। তবে সূত্রের খবর , এই তারকা জুটি রাজস্থানের সওয়াই মাধোপুরের গ্র্যান্ড সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

বাগদানের খবর ইন্টারনেটে ছড়িয়ে গেলেও কোনও তরফ থেকেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। তবে সূত্রের খবর , এই তারকা জুটি রাজস্থানের সওয়াই মাধোপুরের গ্র্যান্ড সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

2 / 9
চলতি বছরে ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যেই চার হাত এক হতে চলেছে।  রাজস্থানের এই সুবিশাল ঐতিহাসিক দূর্গের নিখুঁত সৌন্দয্যের বিবরণ শুনলে আপনি মুগ্ধ হবেন।

চলতি বছরে ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যেই চার হাত এক হতে চলেছে। রাজস্থানের এই সুবিশাল ঐতিহাসিক দূর্গের নিখুঁত সৌন্দয্যের বিবরণ শুনলে আপনি মুগ্ধ হবেন।

3 / 9
ইতিহাস- চৌথ কা বারোয়ারা মন্দিরের মুখোমুখি এই প্রাচীর ঘেরা দূর্গটি মূলত এক রাজস্থানী রাজপরিবারের মালিকাধীন ছিল। দূর্গের স্থাপত্যের মধ্যে রাজকীয় পরিবেশের ছাপ সুস্পষ্ট।

ইতিহাস- চৌথ কা বারোয়ারা মন্দিরের মুখোমুখি এই প্রাচীর ঘেরা দূর্গটি মূলত এক রাজস্থানী রাজপরিবারের মালিকাধীন ছিল। দূর্গের স্থাপত্যের মধ্যে রাজকীয় পরিবেশের ছাপ সুস্পষ্ট।

4 / 9
অনেকই জানেন না, দূর্গটি সম্প্রতি একটি বিলাসবহুল হোটেলে পরিণত করা হয়েছে। ভারতের প্রথম সিক্স সেন্স হোটেল এটি। ২০২১ সালের ১৫ অক্টোবর এই দূর্গটি অতিথিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

অনেকই জানেন না, দূর্গটি সম্প্রতি একটি বিলাসবহুল হোটেলে পরিণত করা হয়েছে। ভারতের প্রথম সিক্স সেন্স হোটেল এটি। ২০২১ সালের ১৫ অক্টোবর এই দূর্গটি অতিথিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

5 / 9
রাজকীয় সম্পত্তিতে একটি ৩০ হাজার বর্গফুট স্পা ও ফিটনেস সেন্টার রয়েছে। সেখানে রয়েছে আয়ুর্বেদিক হিলিং সিস্টেম, ধ্যান ও অন্যান্য ব্যক্তিগত ওয়েলনেস প্রোগ্রাম।

রাজকীয় সম্পত্তিতে একটি ৩০ হাজার বর্গফুট স্পা ও ফিটনেস সেন্টার রয়েছে। সেখানে রয়েছে আয়ুর্বেদিক হিলিং সিস্টেম, ধ্যান ও অন্যান্য ব্যক্তিগত ওয়েলনেস প্রোগ্রাম।

6 / 9
মূল দূর্গটি ১৪ শতকে চৌহানদের দ্বারা নির্মিত। প্রায় ৭০০ বছরের পুরনো দূর্গের পুনরুদ্ধারের কাজ সম্পূর্ণ করতে এক দশকেরও বেশি সময় লেগেছে। প্রাচীরের মধ্যে এখনও দুটি প্রাসাদ ও অনেক মন্দির রয়েছে।

মূল দূর্গটি ১৪ শতকে চৌহানদের দ্বারা নির্মিত। প্রায় ৭০০ বছরের পুরনো দূর্গের পুনরুদ্ধারের কাজ সম্পূর্ণ করতে এক দশকেরও বেশি সময় লেগেছে। প্রাচীরের মধ্যে এখনও দুটি প্রাসাদ ও অনেক মন্দির রয়েছে।

7 / 9
সংবেদনশীলভাবে সংরক্ষিত ও একটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত। অতিথিরা বারোয়ারা লেকের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। স্থানীয়দের কাছে এই লেকটি অত্যন্ত পবিত্র।

সংবেদনশীলভাবে সংরক্ষিত ও একটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত। অতিথিরা বারোয়ারা লেকের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। স্থানীয়দের কাছে এই লেকটি অত্যন্ত পবিত্র।

8 / 9
এই দূর্গের কাছেই রয়েছে বিখ্যাত রণথম্ভোর জাতীয় উদ্যান। ফলে এই দূর্গের কাছাকাছিই বাঘ. অন্যান্য বণ্য প্রাণীর আবাসস্থল।

এই দূর্গের কাছেই রয়েছে বিখ্যাত রণথম্ভোর জাতীয় উদ্যান। ফলে এই দূর্গের কাছাকাছিই বাঘ. অন্যান্য বণ্য প্রাণীর আবাসস্থল।

9 / 9
দূর্গটিতে ৪৮টি রাজকীয় স্যুট রয়েছে। কয়েকটি রুম থেকে গ্রামাঞ্চলের দৃশ্য দেখা যায়, অবার কয়েকটি থেকে আরাভল্লি রেঞ্জের রোমাঞ্চকর দৃশ্যে দেখা যা। এছাড়া রাণী রাজকুমারী স্যুট আছে, যেখান থেকে লেক, চৌথ কা বারোয়ারা মন্দির ও আরাবলী রেঞ্জকে দেখা যায়।

দূর্গটিতে ৪৮টি রাজকীয় স্যুট রয়েছে। কয়েকটি রুম থেকে গ্রামাঞ্চলের দৃশ্য দেখা যায়, অবার কয়েকটি থেকে আরাভল্লি রেঞ্জের রোমাঞ্চকর দৃশ্যে দেখা যা। এছাড়া রাণী রাজকুমারী স্যুট আছে, যেখান থেকে লেক, চৌথ কা বারোয়ারা মন্দির ও আরাবলী রেঞ্জকে দেখা যায়।

Next Photo Gallery
Rashid Khan: টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট রশিদ খানের
Diwali Festive Colour: দীপাবলির রাতের ফ্যাশান নিয়ে চিন্তিত? এই ৫টি উৎসবের রঙ দিয়ে নজর কাড়বেন আপনিও…