TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 27, 2022 | 11:12 AM
ভিকি এদিন জানান, জুতো চুরি করার ক্যাটরিনার কাছে ভীষণ বকুনি খেতে হয় তাঁর শালিকাদের। একপয়সা না দিয়েই জুতো ফেরত পেয়েছিলেন তিনি কেবল ক্যাটের জন্যই।
কাটরিনা বিয়েতেও তাই ব্যতিক্রম হয়নি। ফলে বিয়ের পর ভিকি কৌশল যখন ক্যাটের হাত ধরে বেরন তখন দেখেন তাঁর জুতো নেই। এরপরই রণমূর্তী ধরের ক্যাটরিনা। ফলে ভিকিকে দিতে হয়নি একপয়সাও।
যদিও এই খবর চেপে রাখার নয়। কয়েকদিনের মধ্যেই তা সকলের নজরে ধরা পড়বে, সেই কারণেই সন্তানের খবর সেলেবরা নিজেরাই সঠিক সময় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন। ক্যাটরিনা- ভিকির ক্ষেত্রেও তাই অপেক্ষায় ভক্তমহল।
তবে বিবাহবার্ষিকীতে কোনও পরিকল্পনা থাকবে না এমনটা তো হতে পারে না। তাই কোথাও গিয়ে যেন এই সেলেবজুটি মালদ্বীপেই ছুটি কাটানোর পরিকল্পনা করে ফেলেছেন।