Bangla News Photo gallery Katrina Kaif and Vicky Kaushal's Wedding Preparations in Full Swing; See Pics of the 700 Year Old Royal Venue
Katrina-Vicky: ৭০০ বছরের পুরনো কেল্লায় বিয়ে ভিকি-ক্যাটরিনার, ঘুরে দেখুন তার অন্দরমহল
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Nov 13, 2021 | 2:56 PM
বিয়ের অনুষ্ঠান হবে বারওয়ারার সিক্স সেন্স ফোর্টে। যে দুর্গকে অভয়ারণ্য ও হোটেলে রূপান্তরিত করা হয়েছে। একটা সময় রাজস্থানের রাজ পরিবারের মালিকানা ছিল এই দুর্গের।
1 / 6
এই মুহূর্তে বলির অন্দরে একটাই টপিক, তা হল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের গ্র্যান্ড ওয়েডিং। ইতিমধ্যেই জয়পুরে হাজির হয়েছেন ভিকি ও ক্যাটের পরিবার। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই তাঁদের বিয়ে নিয়ে সামনে আসছে একের পর এক তথ্য।
2 / 6
বিয়ের অনুষ্ঠান হবে বারওয়ারার সিক্স সেন্স ফোর্টে। যে দুর্গকে অভয়ারণ্য ও হোটেলে রূপান্তরিত করা হয়েছে। একটা সময় রাজস্থানের রাজ পরিবারের মালিকানা ছিল এই দুর্গের।
3 / 6
তাঁদের মালিকানায় ছিল একটি প্রাসাদ ও দুটি মন্দির। এই তিনটি স্থাপত্যই দুর্গে অবস্থিত। এ হেন রাজকীয় প্রাসাদের একটি রুমের এক রাতের ভাড়া কত জানেন?
4 / 6
মুম্বইয়ের সংবাদমাধ্যম বলছে, রুমের অন্দরসজ্জার উপর ভিত্তি করে বেশ কিছু তারতম্য রয়েছে। বেসিক রুমের প্রতি রাতের বাহড়া ৭৭ হাজার টাকা। ট্যাক্স নিয়ে তা দাঁড়ায় ৯০ হাজারে।
5 / 6
অন্যদিকে রাজা মান সিং স্যুটে, সবচেয়ে উন্নত মানের স্যুটের দাম প্রায় ৫ লক্ষ টাকা। প্রতিটা রুমেরি নিজস্ব ব্যালকনি রয়েছে। রয়েছে জাকুজি বাথটব, নিজস্ব পুল। তাহলেই ভাবুন ওই টাকায় আম-আদমির দু’তিন বার ভূ-ভারত ঘোরা হয়ে যাবে।
6 / 6
একদিকে তাঁদের বিয়ে নিয়ে অনুরাগীদের উত্তেজনার শেষ নেই, অন্যদিকে ক্যাটরিনা এ খবর অস্বীকার করেছেন। ভিকি নীরব। যদিও সূত্র বলছে, বিয়ে হচ্ছে ঠিকই।