TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Aug 21, 2022 | 11:53 AM
তাঁর কথায় বেশকিছু বছর হয়ে গিয়েছে যে তিনি কমেডি ছবি করেননি। সেই কারণেই ক্যাটরিনা এবার কমিডি ছবির প্রস্তাব পেতেই গ্রহণ করে নেন। যদিও এই ছবি বেশ মজার।
তাই নিজেই নিজের মর্জির মালিক হওয়া উটি। তোমার ভাল থাকা খারাপ থাকাটা তোমার হাতেই থাকা উচিত। এতে অন্তত পক্ষে নিজেকে নিয়ে নিশ্চিন্ত থাকা যায় যে অকারণে খামখেয়ালিতে কেউ আমায় কাঁদাবে না।
বরাবরই ভিকি ও ক্যাটরিনা ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন না। এবারও তার ব্যতিক্রম হল না। তাই অন্তঃসত্ত্বা হওয়ার খবর সত্যি কি মিথ্যে তা এখনও স্পষ্ট নয়।
তবে তাঁদের সম্প্রতি ডাক্তারের কাছে যেতে নেটিজ়েনরা দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করছেন। সেই সূত্রেই এবার ভাইরাল করিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সত্যি কি তবে মা হতে চলেছেন তিনি! আপাতত এর কোনও স্পষ্ট উত্তর মেলেনি।
অন্যদিকে ক্যাটরিনা সাম্প্রতিক কালের পোশাক, লুক ও গতিবিধিতে কড়া নজর রেখে চলেছে নেটদুনিয়া। ঠিক কোন লুকে কেন ধরা দিচ্ছেন ক্যাট, সেই প্রশ্নও উঠছে, যদিও এই জুটি নিজেই জানিয়েছিলেন অতীতে তেমন কোনও খবর থাকলে নিজেরাই জানাবেন।