Bangla News Photo gallery Katrina Kaif, Samantha Ruth Prabhu, Sonakshi Sinha, Huma Qureshi are coming in November with their female centric films like Phone Bhoot, Yashoda, Double XL
November Release: পুজো শেষ হলেও ক্যাটরিনা, জাহ্নবী, সোনাক্ষী, হুমাকে টক্কর দিতে নভেম্বরে আসছেন সামান্থা
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Oct 31, 2022 | 9:47 PM
November Release: ক্যাটরিনা কাইফ, জাহ্নবী কাপুর, সামান্থা রুথ প্রভু, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি নভেম্বরে আসছেন তাঁদের ফোন ভূত, যশোদা, ডবল এক্সেল-এর মতো নারী কেন্দ্রিক ছবি নিয়ে।
1 / 6
নভেম্বরে বলিউডে নায়িকাদের রমরমা। বেশির ভাগ ছবিই নারী কেন্দ্রিক। ৪ নভেম্বর শুরু হচ্ছে মিলি, ফোন ভূত, ডবল এক্সেল ছবি দিয়ে। মিলি ছবি কেন্দ্রিক চরিত্র জাহ্নবী কাপুর। একটি মেয়ের জীবন কাহিনি কয়েক ঘণ্টার মধ্যে কীভাবে বদলে যেতে পারে, সেই নিয়েই গল্প।
2 / 6
ডবল এক্সেল ছবিতে দুই নায়িকা-সোনাক্ষী সিনহা, হুমা খুরেশি। প্লাস সাইজ মেয়েদের জীবন কাহিনি নিয়ে তৈরি এই ছবির গল্প। একটি মেয়ের জীবন কি ছেলেদের চোখের মাপ কাঠি নির্ভর, প্রশ্ন তোলা হয়েছে।
3 / 6
ক্যাটরিনা কাইফ ফোন ভূত ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান খট্টরকে নিয়ে আসছেন। যেখানে ভূতেদের নানা কার্যকলাপে ভীত হবেন, না হাসবেন, তার জন্য দেখতে হবে সিনেমা। এই ছবি মুক্তির আগেই চাচা চৌধুরির কমিকসে পেয়েছে স্থান। চাচা চৌধুরির অ্যাডভেঞ্চারের অংশ হতে চলেছেন ক্যাটরিনা, সিদ্ধান্ত, ইশান অভিনীত ভূত চরিত্র।
4 / 6
১১ নভেম্বর মুক্তি পাবে দুটো ছবি। যার মধ্যে হিন্দি ডেবিউ করতে চলেছেন সামান্থ রুথ প্রভু। ট্রেলার থেকেই শুরু হয়েছে ছবি নিয়ে আগ্রহ। এই বছরের শুরুতে পু্ষ্পা ছবিতে একটি আইটেড ডান্স দিয়ে সামান্থা সারা দেশে তাঁর ভক্তকুলের সংখ্যা বাড়িয়েছেন। এই মুহূর্তে তিনি ভুগছেন বিরল এক রোগেও।
5 / 6
১১ তারিখেই মুক্তি সরজ বরজাতিয়া পরিচালিত ছবি উচাইঁ। যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, নীনা গুপ্তা, সারিকা, ড্যানি ডেঞ্জাম্পা। এভারেস্টে ওঠার জন্য কী কী করছেন ৫ জন তাই নিয়ে গল্প। তাঁদের সঙ্গে থাকবেন পরিণীতি চোপড়া।
6 / 6
মাসের শেষে ২৫ নভেম্বর মুক্তি পাবে বরুণ ধাওয়ান-কৃতি শ্যানন অভিনীত ছবি ভেড়িয়া। নেকড়ের কামড় থেকে বরুণের জীবনে কী কী হতে থাকে, সেই নিয়ে এক অন্য রকমের ছবি এটি। ট্রেলার থেকে আগ্রহ তৈরি হয়েছে।