Vikat: তাঁদের বিয়ে নিয়ে বহুদিন ধরেই চলছিল জল্পনা। বিয়ের দিন থেকে ভেন্যু... সব কিছু নিয়েই উত্তেজনা ছিল চূড়ান্ত। সংবাদ সংস্থা মারফত নানা রকম খবর সামনে আসলেও ভিকি এবং ক্যাটরিনা টুঁ শব্দটিও করেননি। ৬ ডিসেম্বর থেকেই রাজস্থানের সিক্স সেন্সের ফোর্টে শুরু হয়েছিল অনুষ্ঠান। মেহেন্দি থেকে সংগীত সবই হয়েছে সেখানেই। ৯ ডিসেম্বর বিকেলেই চার হাত এক হয়ে গেল ভিকি-ক্যাটরিনার।