
ক্যাটরিনা কাইফকে এভাবেই আগে কেউ দেখেনি কোনওদিন। চরিত্রে প্রয়োজন 'বৌ' সাজতে হয়েছে তাঁকে। কিন্তু সে সাজ নেহাতি পেশাদারি প্রয়োজনে। তবে বিগত পাঁচ দিন যাবৎ তাঁর জীবনের প্রিয় রঙ হয়ে উঠেছে লাল। লাল লেহেঙ্গা পরেছিলেন, ভালবাসার লাল রঙে নিজেকে জুড়েছিলেন ভিকির সঙ্গে এবার বিমানবন্দরে মাথা ভর্তি লাল সিঁদুরে নিজেকে রাঙিয়ে ইচ্ছা-বন্দি হলেন পাপারাজ্জিউর ক্যামেরায়।

হাতে ছিল চূড়া, পরেছিলেন সালওয়ার-কামিজ। ভিকি ছিলেন সাদা শার্টে।

হনিমুনে তাঁরা কোথায় গিয়েছিলেন এ নিয়ে রয়েছে ধোঁয়াশা

জানা গিয়েছিল তাঁরা নাকি মলদ্বীপ যাবেন।

তবে সাম্প্রতিক সূত্র জানিয়েছিল, যে প্রাসাদে বিয়ে করেছেন তাঁরা, সেখানেই চাঁদনী রাতে উথলে উঠবে ভিক্যাটের প্রেম, হবে মধুচন্দ্রিমা যাপন।

তবে একটা কথা বলছেন নেটিজেনরা, তাঁদের জুটিকে কিন্তু মানিয়েছে বেশ। ঠিক যেন 'মেড ফর ইচ আদার'।