KBC 13: ধুক-ধুকি জি থেকে দর্শকের প্রত্যাবর্তন… কেবিসি’র এই সিজনে কী কী পরিবর্তন এল?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 24, 2021 | 5:59 PM

এই সিজনে আনা হয়েছে একগুচ্ছ পরিবর্তন। খেলার নিয়মের যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমনি পরিবর্তন এসেছে শো'র অন্দর সজ্জায়। দেখে নেওয়া যাক এমনই কিছু পরিবর্তন এক ঝলকে।

1 / 7
সোমবার থেকে শুরু হয়েছে জনপ্রিয় ও দীর্ঘদিন ধরে চলা টেলিভিশন শো কউন বনেগা ক্রোড়পতি। এই সিজনে আনা হয়েছে একগুচ্ছ পরিবর্তন। খেলার নিয়মের যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমনি পরিবর্তন এসেছে শো'র অন্দর সজ্জায়। দেখে নেওয়া যাক এমনই কিছু পরিবর্তন এক ঝলকে।

সোমবার থেকে শুরু হয়েছে জনপ্রিয় ও দীর্ঘদিন ধরে চলা টেলিভিশন শো কউন বনেগা ক্রোড়পতি। এই সিজনে আনা হয়েছে একগুচ্ছ পরিবর্তন। খেলার নিয়মের যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমনি পরিবর্তন এসেছে শো'র অন্দর সজ্জায়। দেখে নেওয়া যাক এমনই কিছু পরিবর্তন এক ঝলকে।

2 / 7
এতদিন কেবিসিতে দেখা গিয়েছে ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট। অর্থাৎ হট সিটে বসার আগে পার করতে হয় এই বৈতরণী। এবারের ফরম্যাটে পরিবর্তন এসেছেন সেখানেও। নতুন নামকরণ হয়েছে ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স- ট্রিপল টেস্ট।

এতদিন কেবিসিতে দেখা গিয়েছে ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট। অর্থাৎ হট সিটে বসার আগে পার করতে হয় এই বৈতরণী। এবারের ফরম্যাটে পরিবর্তন এসেছেন সেখানেও। নতুন নামকরণ হয়েছে ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স- ট্রিপল টেস্ট।

3 / 7
অর্থাৎ এই সিজনে প্রতিযোগীদের তিনটি সাধারণ জ্ঞানের উপর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশন থাকবে। কম সময়ে ওই তিন প্রশ্নের সঠিক উত্তর যিনি দিতে পারবেন তাঁর জায়গা হবে অমিতাভ বচ্চনের সঙ্গে হটসিটে বসে খেলার।

অর্থাৎ এই সিজনে প্রতিযোগীদের তিনটি সাধারণ জ্ঞানের উপর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশন থাকবে। কম সময়ে ওই তিন প্রশ্নের সঠিক উত্তর যিনি দিতে পারবেন তাঁর জায়গা হবে অমিতাভ বচ্চনের সঙ্গে হটসিটে বসে খেলার।

4 / 7
গত বছর করোনার জন্য দর্শকের অনুপ্রবেশ নিষিদ্ধ ছিল। তাই লাইফলাইন হিসেবে এতদিন অডিয়েন্স পোল হিসেবে যে অপশন দেওয়া হত তা গত বার পায়নি প্রতিযোগীরা। এই সিজনে দর্শক ফিরেছেন, তাই অন্যান্য তিন লাইফলাইনের সঙ্গে ফিরেছে অডিয়েন্স পোলও।

গত বছর করোনার জন্য দর্শকের অনুপ্রবেশ নিষিদ্ধ ছিল। তাই লাইফলাইন হিসেবে এতদিন অডিয়েন্স পোল হিসেবে যে অপশন দেওয়া হত তা গত বার পায়নি প্রতিযোগীরা। এই সিজনে দর্শক ফিরেছেন, তাই অন্যান্য তিন লাইফলাইনের সঙ্গে ফিরেছে অডিয়েন্স পোলও।

5 / 7
সিজন ১৩তে শানদার শুক্রবার নামক এক স্পেশ্যাল এপিসোড, যেখানে হাজির হবেন সেলেব্রিটিরা। সমাজের জন্য ওই শো'য়ে অংশ নেবেন তাঁরা।

সিজন ১৩তে শানদার শুক্রবার নামক এক স্পেশ্যাল এপিসোড, যেখানে হাজির হবেন সেলেব্রিটিরা। সমাজের জন্য ওই শো'য়ে অংশ নেবেন তাঁরা।

6 / 7
অন্দরসজ্জারও পরিবর্তন হয়েছে। মেঝেতে বসানো হয়েছে এলইডি। ভার্চুয়াল সিলিং আর গেমপ্লে গ্রাফিক্সে গোটা সেট হয়ে উঠেছে আরও বেশি মনোগ্রাহী।

অন্দরসজ্জারও পরিবর্তন হয়েছে। মেঝেতে বসানো হয়েছে এলইডি। ভার্চুয়াল সিলিং আর গেমপ্লে গ্রাফিক্সে গোটা সেট হয়ে উঠেছে আরও বেশি মনোগ্রাহী।

7 / 7
এ ছাড়াও এই সিজনে আগমন হয়েছে ধুকধুকি জি'র। প্রতিযোগীকে প্রশ্ন করার পর যে টাইমারটি চলে তারই এ হেন নামকরণ করা হয়েছে প্রতিযোগীর হৃদস্পন্দনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে।

এ ছাড়াও এই সিজনে আগমন হয়েছে ধুকধুকি জি'র। প্রতিযোগীকে প্রশ্ন করার পর যে টাইমারটি চলে তারই এ হেন নামকরণ করা হয়েছে প্রতিযোগীর হৃদস্পন্দনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে।

Next Photo Gallery