TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 02, 2022 | 1:59 PM
বাস্তু মতে ঘরে মাটির পাত্র রাখা খুবই শুভ বলে মনে করা হয়। মাটির পাত্র শুধু স্বাস্থ্যের জন্যই ভাল নয়, মাটির পাত্র ঘরে রাখাও খুব শুভ বলে মনে করা হয়।
যদিও আজকাল আপনি শুধুমাত্র গ্রামের দিকে মাটির পাত্র দেখতে পাবেন, কিন্তু ঘরে একটি মাটির জগ বা পিতলের পাত্র রাখার বাস্তু উপকারিতা রয়েছে।
সাধারণত গ্রীষ্মকালে অনেক বাড়িতে ও জায়গায় জলভরতি মাটির পাত্র ব্যবহার করা হয়। তবে অনেক বাড়িতে পানীয় জলের জায়গা হিসেবে রাখেন। তবে অনেকেই জানেন না যে জল ভরতি মাটির বা পিতলের পাত্র রাখলে ভাগ্য বদলে যেতে পারে।
কথিত আছে যে ঘরে একটি জগ রাখা খুব শুভ। একটি পাত্রের মধ্যে জল দিয়ে পূর্ণ করে ঘরে রাখুন। বাস্তুমতে, উত্তর দিকে জলভরতি পাত্র রাখলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
কথিত আছে যে ঘরে একটি জগ রাখলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে জগে জল রেখে দিলে টাকা বাড়ে দ্বিগুণ। মাটির বা পিতলের জগ টাকার অভাব ঘটতে দেয় না, তাই ঘরে একটি ছোট মাটির স্ট্যান্ড রাখতে পারেন, যা খুবই কাজে লাগতে পারে।