Janhvi Kapoor: এই মুহূর্তে মালদ্বীপে রয়েছেন জাহ্নবী কাপুর। সেখান থেকে রংবেরঙের বিকিনি পরে একের পর এক ছবি শেয়ার করছেন তিনি। ফ্যানেরা যখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, ঠিক এই সময়েই যেন ছন্দপতন।
এই মুহূর্তে মালদ্বীপে রয়েছেন জাহ্নবী কাপুর। সেখান থেকে রংবেরঙের বিকিনি পরে একের পর এক ছবি শেয়ার করছেন তিনি। ফ্যানেরা যখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, ঠিক এই সময়েই যেন ছন্দপতন।
Follow Us:
এই মুহূর্তে মালদ্বীপে রয়েছেন জাহ্নবী কাপুর। সেখান থেকে রংবেরঙের বিকিনি পরে একের পর এক ছবি শেয়ার করছেন তিনি। ফ্যানেরা যখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, ঠিক এই সময়েই যেন ছন্দপতন।
জাহ্নবীর ছবি দেখে একেবারেই খুশি নন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণও।
খুশির অভিযোগ, তাঁর দিদি ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড যে ক্যাপশনগুলি দিয়েছেন তা আদপে খুশির। তাঁর মতে দিদি নাকি ক্যাপশন চুরি করে নিয়েছেন। আর তাতেই কপট রাগ খুশির।
জাহ্নবী নাকি তাঁর এই মালদ্বীপ ট্রিপে মোটেও একা জাননি, শোনা যাচ্ছে এমনটাই। সঙ্গে নাকি গিয়েছেন তাঁর রিউমারড প্রেমিক শিখর পাহাড়িয়াও।
যদিও জাহ্নবী এই নিয়ে মুখ খোলেননি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘মিলি’। সেই ছবি সিনেমা হলে খুব ভাল না চললেও একেবারে অন্যরকম ভূমিকায় অভিনেত্রীকে দেখে প্রশংসা করেছে সমালোচকদের একটা বড় অংশ।