
কারণ হিসেবে জানা যাচ্ছে, সিদ্ধার্থের বিশাল পাঞ্জাবী পরিবার। আর তাই পরিবারের কথা মাথায় রেখেই সিদ্ধার্থ মালহোত্রা স্থির করেছেন চণ্ডীগড়েই বিয়ের আসর বসবে। সেই মতোই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

বি-টাউন সূত্রে মিলছে একাধিক খবর। এবার সামনে এল বিয়ের ডেস্টিনেশন। কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ের প্রাথমিক জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছিল গোয়াকে। এরপর তা পরিবর্তন করা হয় চণ্ডীগড়ে।

ফলে আবার আর কোনও প্রচার নয়। যা পরিকল্পনাই করছেন তাঁরা, সবটাই চলছে গোপনে। যদিও করণ জোহর প্রশ্ন দিয়েছিলেন উষ্কে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা চলতি বছরের শেষেই।

বলিউডে আবারও বিয়ের আসর। বছর শেষ মানেই বিগ ফ্যাট বিয়ের সেলিব্রেশনের প্রস্তুতি পর্ব। তবে কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রার ক্ষেত্রে বিষয়টা বেশ রহস্যজনক। একবার বিচ্ছেদের পর আবারও কাছাকাছি আসা এই জুটির।

সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন না সিদ্ধার্থ। তবুও করণের প্রশ্নের উত্তরে তিনি জানিয়ে ছিলেন, খুব ঘনিষ্ঠ বন্ধুর থেকেও বেশি কিছু তাঁদের সম্পর্ক। তবে বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ এই জুটি।