Kiara Advani secret: কিয়ারার ‘Love Story’ ফাঁস, খবর সামনে আসতেই চাঞ্চল্য নেটপাড়ায়, এ তো সিদ্ধার্থকে নিয়ে নয়, তবে…
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 03, 2022 | 8:59 AM
Love Story: নিজের লাভ স্টোরি সকলের সামনে আনার প্রতিশ্রুতি দিলেন বটে, তবে সেখানে থাকল না সিদ্ধার্থের চিহ্নমাত্র। সিদ্ধার্থ মালহোত্রাকে ছেড়ে অন্য কোন প্রেমে ডুব দিলেন কিয়ারা?
1 / 5
তবে বিয়ে নিয়ে একাধিক জল্পনা সত্ত্বেও দুই স্টার এই মর্মে এখনও মুখ খোলেননি। যদিও বিয়ের কোনও খবরই চাপা থাকছে না। একবার বিচ্ছেদের পরই সম্পর্কে ফিরে মুখে কুলুপ।
2 / 5
সেই সেলেবই প্রেম অর্থাৎ 'Love Story' প্রসঙ্গে কিয়ারা বর্তমানে মুখ খুললেই সকলেই মুখিয়ে থাকেন একটাই নাম শোনার জন্য আর তিনি হলেন সিদ্ধার্থ মালহোত্রা। তবে এবার ভক্তদের নিরাশ করলেন কিয়ারা।
3 / 5
নিজের লাভ স্টোরি সকলের সামনে আনার প্রতিশ্রুতি দিলেন বটে, তবে সেখানে থাকল না সিদ্ধার্থের লেশ মাত্র। সিদ্ধার্থ মালহোত্রাকে ছেড়ে অন্য কোন প্রেমে ডুব দিলেন কিয়ারা?
4 / 5
না, এখানে নেই কোনও পরকীয়া প্রসঙ্গ। বরং উল্টোটাই...। নিজের নতুন ব্রান্ডকে সামনে আনলেন কিয়ারা। সেখানে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হয়ে জানালেন বিস্তারিত তথ্য। বিউটি প্রোডাক্ট বরাবররই পছন্দ তাঁর।
5 / 5
ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। সেই প্রেমই পরিণতি পাচ্ছে খুব তাড়াতাড়ি।