Bangla News Photo gallery Kiara Advanis Govinda Naam Mera movie trailer shared Siddharth Malhotra and said that he is looking forward to it
Sidharth-Kiara: সিদ্ধার্থ তাঁর এবং কিয়ারার সম্পর্কে ঢাললেন ঘি!
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Nov 21, 2022 | 6:57 PM
Sidharth-Kiara: সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর প্রেম বি-টাউনের অন্যতম জল্পনা। সরাসরি তাঁরা কখনও হ্যাঁ না বললেও নানা কাজে বুঝিয়েছেন, সম্পর্কে আছেন।
1 / 5
মুক্তি পেয়েছে ‘গোবিন্দ নাম মেরা’ ছবির ট্রেলার। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, কিয়ারা আডবাণী এবং ভূমি পেডনেকর। ছবিতে বেশ মজার কিছু দৃশ্য রয়েছে ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। ভিকি নিজেও সেই কথা বলেছেন।
2 / 5
ছবির ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। শুধু তাই নয়, তিনি এই ছবি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন। আর এখান থেকেই আবার শুরু হয়েছে জল্পনা। তিনি নিজেই আগুনে ঘি ঢেলেছেন।
3 / 5
কবে তাঁরা বিয়ে করবেন এই নিয়ে নেটিজ়েন থেকে ভক্তরা জানতে আগ্রহী। তার মধ্যে সিদ্ধার্থের এই পোস্ট আবারও জল্পনাকে দিয়েছে উসকে। তিনি পোস্টে লিখেছেন, দুর্দান্ত কাস্ট। কৌতুহলী প্লট। পাগল করা মজার ছবি হতে চলেছে। তিনি ছবি দেখার অপেক্ষায় রয়েছেন।
4 / 5
‘শেরশাহ’ ছবির সেট থেকে সিদ্ধার্থ এবং কিয়ারা সম্পর্কে রয়েছেন, এমনটাই খবর। মাঝে বিচ্ছেদও হয়। তবে কিয়ারার ছবি ‘ভুল ভুলাই ২’ থেকে আবার দুইজনে কাছাকাছি। কফি উইথ করণ শোতে তাঁদের সম্পর্কে একপ্রকার শিলমোহর পড়েছে।
5 / 5
কিয়ারা তাঁদের সম্পর্ক নিয়ে বন্ধুত্বের থেকে বেশি এটা জানিয়েছেন। আর সিদ্ধার্থের মতো, ভবিষ্যতে কিয়ারা সঙ্গে থাকার বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন। শোনা যাচ্ছে কিয়ারা এবং সিদ্ধার্থ একসঙ্গে থাকছেন বিয়ের আগেই নিজেদের বুঝে নিতে। তাঁদের বিয়ে নাকি মুম্বইয়ের বাইরে দিল্লি আর চণ্ডীগড় মিলিয়ে হবে, এমনও খবর শোনা যাচ্ছে কানাঘুষো।