
প্রায়শই শরীর অসুস্থ লাগছে, অল্পেই ক্লান্ত হয়ে পড়ছেন... হতেই পারে কিডনির সমস্যা।

কিডনির সমস্যা হলে শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ টক্সিন বেরোয় না। সমস্যা হয় প্রস্রাবেও। প্রস্রাব ঠিকমত না হলে শরীরে একটা অস্বস্তি থেকেই যায়।

কিডনির সমস্যা হলে শরীর থেকে অতিরিক্ত জল শুষে নেয়। এমনকী হাড় আর কোশের জন্য যে জলের প্রয়োজন হয় সেটুকুও থাকে না। ফলে শরীর অতিরিক্ত শুকনো লাগে। চাপ পড়ে ইউরিনারি ব্লাডারে। সেই সকঙ্গে রক্তেও গুরুত্বপূর্ণ কিছু খনিজ উপাদান কম থাকে।

প্রস্রাব পাচ্ছে, অথচ ঠিকমত হচ্ছে না। ফলে তলপেটে ব্যথা বাড়ে, কোমরে ব্যথা হয়। এসব সমস্যা হলে কিন্তু ফেলে রাখবেন না। যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যান

তলপেট এবং পাঁজরে ব্যাথা হওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘোরা এবং বমিও শুরু হয়ে যায় কিডনিতে পাথর হলে। এরকম লক্ষণ দেখা দিলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।