ISL 2021-22: ছবিতে দেখুন ডার্বি জয়ের নায়ক এটিকে মোহনবাগানের কিয়ান নাসিরিকে

Kiyan Nassiri: কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করে খবরের শিরোনামে ২১ বছরের কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। আইএসএলে (ISL) মরসুমের দ্বিতীয় ডার্বিতে, এটিকে মোহনবাগানের হয়ে ম্যাচের ৬১ মিনিটে দীপক টাংরির বদলে মাঠে নামেন কিয়ান। জামশিদ নাসিরির (Jamshid Nassiri) ছেলে যে বড় ম্যাচে হ্যাটট্রিক করবেন, তা আর কে জানত। কিন্তু এই কিয়ানই পিছিয়ে থাকা সবুজ-মেরুনকে তিন তিনটে গোল করে জিতিয়ে দিলেন। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-১ গোলে আজকের ডার্বি জিতল এটিকে মোহনবাগান।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 29, 2022 | 10:25 PM

1 / 4
২১ বছরের কিয়ান মরসুমের দ্বিতীয় ডার্বিতে 
সুপার সাব হিসেবে নেমে, হ্যাটট্রিক করে হয়ে গেলেন বাগানের নায়ক। (ছবি: টুইটার)

২১ বছরের কিয়ান মরসুমের দ্বিতীয় ডার্বিতে সুপার সাব হিসেবে নেমে, হ্যাটট্রিক করে হয়ে গেলেন বাগানের নায়ক। (ছবি: টুইটার)

2 / 4
ম্যাচের ৬১ মিনিটে দীপক টাংরির পরিবর্ত হিসেবে মাঠে নামেন কিয়ান।(ছবি: টুইটার)

ম্যাচের ৬১ মিনিটে দীপক টাংরির পরিবর্ত হিসেবে মাঠে নামেন কিয়ান।(ছবি: টুইটার)

3 / 4
মাঠে নামার ৩ মিনিটের মধ্যে প্রথম গোল কিয়ানের (৬৪ মিনিট)। এবং বাকি দুটি গোল অতিরিক্ত সময়ে (৯৩ ও ৯৪ মিনিটে)। (ছবি: টুইটার)

মাঠে নামার ৩ মিনিটের মধ্যে প্রথম গোল কিয়ানের (৬৪ মিনিট)। এবং বাকি দুটি গোল অতিরিক্ত সময়ে (৯৩ ও ৯৪ মিনিটে)। (ছবি: টুইটার)

4 / 4
কিয়ান নাসিরি।
ছবি: টুইটার

কিয়ান নাসিরি। ছবি: টুইটার