Bangla NewsPhoto gallery Kiyan Nassiri's hat trick helps ATK Mohun Bagan win over SC East Bengal in ISL
ISL 2021-22: ছবিতে দেখুন ডার্বি জয়ের নায়ক এটিকে মোহনবাগানের কিয়ান নাসিরিকে
Kiyan Nassiri: কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করে খবরের শিরোনামে ২১ বছরের কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। আইএসএলে (ISL) মরসুমের দ্বিতীয় ডার্বিতে, এটিকে মোহনবাগানের হয়ে ম্যাচের ৬১ মিনিটে দীপক টাংরির বদলে মাঠে নামেন কিয়ান। জামশিদ নাসিরির (Jamshid Nassiri) ছেলে যে বড় ম্যাচে হ্যাটট্রিক করবেন, তা আর কে জানত। কিন্তু এই কিয়ানই পিছিয়ে থাকা সবুজ-মেরুনকে তিন তিনটে গোল করে জিতিয়ে দিলেন। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-১ গোলে আজকের ডার্বি জিতল এটিকে মোহনবাগান।